নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
এই শহরের আত্মঘাতী রোদ
কখনো কখনো আমার বুকের বিষন্ন কয়েদী।
এই শহরের বোকা বৃষ্টি
কখনো কখনো আমার চোখের ঝরে পড়া অক্ষর।
প্রতিদিনই শহরের সব খবরের কাগজ
শুধু আমি রোদে পোড়াই আর বৃষ্টিতে ভেজাই,
আমার খবর আসেনা কেনো!!
কেনো আসেনা আমার খবর!!
প্রতিটি দৈনিক পত্রিকার প্রথম পাতায়।
তাই শহরের সব ট্রাফিক সিগন্যালে
আমি মন খারাপ করে
লাল বাতি হয়ে ঝুলে থাকি যখন তখন-
যদি কোন এক মায়াবতী নারী তার টিপ ভেবে কপালে পড়ে নেয়।
অথবা আমার হাত ধরে বলে-
“কবি আপনি খুবই অভদ্র,
না হলে এতো বিষন্ন কবিতার মতো
কেউ ট্রাফিক সিগন্যালে ঝুলে থাকে।
তারচেয়ে সব রেখে চলুন
আমরা কিছুদিন
মানুষ হয়ে ঘুরে আসি অন্য শহরে”।
—————
রশিদ হারুন
০৪/১২/২০১৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২১
সাজ্জাদ শুভ বলেছেন: এক কথায় অসাধারণ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩০
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩
কবীর হুমায়ূন বলেছেন: চলুন, ঘুরে আসি আমরা মানুষের মতোন কিছুদিনের তরে, অন্য কোন শহরে।
সু্ন্দর! শুভ কামনা কবি জিএম হারুন অর রশিদ।