নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

তোমার শরীর ও আমার দূরত্ব

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭


যদিও তোমার শরীর থেকে একশ মাইল বা তারচেয়ে বেশী দূরত্বে আমার বসবাস।

তবুও এমন হয় কেনো!!
-কি রকম?-

তোমার মোবাইলের ম্যাসেন্জারের সবুজ বাতিটা জ্বলতে দেখলেই-
আমার শরীরের ভিতরে প্রথমে একটা অগ্নি পুকুর তৈরী হয়।
সেই অগ্নি পুকুরে কোত্থেকে
এসে একটা রাজহাঁস অনবরত সাঁতরায় আর সাঁতরায়।
তারপর বলা নেই কওয়া নেই-
দুম করেই তার পালক ঝরতে থাকে একটা একটা করে।
আবার সেই পালক নতুন করেও জন্মায়।
এক সময় সেই অগ্নি পুকুর শুধু ভরে যায় রাজহাঁসের ধূসর পালকে পালকে।

আর যদি সবুজ বাতিটা অনন্তকালের জন্য ঘুমিয়ে থাকে তবুও এমন কেনো হয়!!

তাহলে কি হয়?-
সব কি তুমি বুঝবে?
আমিওতো নিজেই বুঝিনা!!

যদিও সেখানে লেখা থাকে
‘’একটিভ ওয়ান আওয়ার এগো’-
তবুও আমাকে সেই মোবাইলের দিকেই তাকিয়ে বসে থাকতে হয় কয়েক কোটি ঘন্টা ধরে।
আবারও আমার শরীরের ভিতরে প্রথমে একটা অগ্নি পুকুর তৈরী হয়।
সেই অগ্নি পুকুরে কোত্থেকে
এসে একটা রাজহাঁস অনবরত সাঁতরায় আর সাঁতরায়।
তারপর বলা নেই কওয়া নেই-
দুম করেই তার পালক ঝরতে থাকে একটা একটা করে।
আবার সেই পালক নতুন করেও জন্মায়।
এক সময় সেই অগ্নি পুকুর শুধু ভরে যায় রাজহাঁসের ধূসর পালকে পালকে।

-বাহ্, একইতো হলো!!-

তোমার শরীর যতই দূরতম হোক-
তোমার কথা ভাবলেই আমার শরীর-মনে সব সময় একই রকম হয়।
——————————————
রশিদ হারুন
১০/১২/২০১৯

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ !! আদি রসাত্বর ফ্লেভারে
রচিত উপভোগ্য কাব্য।
ভালো লাগলো অন্য স্বাধের
কবিতা খানি। শুভেচ্ছা জানবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: শুভ কামনা
আর ভালোবাসা

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার অগ্নিপুকুরের রঙ্গিন হাঁসেরা করিতেছে হাঁকডাক
বলিতেছে তারা মাথা উঁচু করে ভালবাসায় নেই ফাঁক!

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: শুভ কামনা
আর ভালোবাসা

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: হু চমৎকার কবি দা

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: শুভ কামনা
আর ভালোবাসা

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: শুভ কামনা
আর ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.