নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ভাতের হাড়িত এক কেজি ঘুম

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩


প্রতি রাতেই নিশিতে পাওয়া মানুষের মতো আমার ঘুম বিছানা
শিড়দাড়া করে অসভ্য ভাবে দাড়িয়ে থাকে।
রাত বাড়ার সাথে সাথে তাই মধ্যরাতে হাইকোর্টের এজলাসে দাড়িয়ে যুক্তিতর্কের যুদ্ধে নামি বিছানার সাথে।
পরাজিত হয়ে যাই প্রতিবারই।
তারপর এক অবশ ক্ষুধার চাপা গোঙানিতে রাস্তায় নেমে আসি।
গভীর রাতেই -
ছন্নছাড়া এক অসংসারী অন্ধ পেঁচার সাথে হাটতে হাটতে আমিও অন্ধ হয়ে যাই।

তুমি ভাত রাঁধতে পারো?
যদি পারে-
তবে প্রত্যেক চাপা গোঙানির মধ্য রাতে
ভাতের হাড়িত এক কেজি ঘুম রান্না করে-
তুমি রমনার চৌরাস্তায় দাড়িয়ো থাকলেই দেখবে-
একটি অন্ধ পেঁচার কাঁধে হাত রেখে হাটছে একজন ‌অন্ধ মানুষ।
তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে নিশিতে পাওয়া একটি মানবিক কুকুর।

তারা সবাই ক্ষুধাতুর-
এক কেজি ঘুমে তাদের তিনজনের হয়ে যাবে।
তুমি আসবে?
আসবেতো?
————————
রশিদ হারুন
১২/১২/২০১৯

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
কৃতজ্ঞ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.