নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার বুকে লেগেছে আজ ‘মন খারাপ’ এর জন্মান্তরের অভিশাপ।
এতো ‘মন খারাপ’ কি কারো হয়!!
এমন বিলাপগ্রস্ত বিকেলে
আমার ‘মন’ ব্যর্থ সিনেমার পোস্টারের মতো ঝুলে আছে শহরময়।
আজ এই বিকেলে-
আমার মতো ‘মন খারাপ’ নিয়ে
শহরের একজন মানুষও নেই,
এমনকি একজন কবিও নেই।
কেউ না জানুক,
অন্তত তুমিতো জানো!!
মন খারাপ হলে আমার কোনো হুঁশ থাকেনা।
মদ না খেয়েও আমি অসভ্য মাতালের মতো পথে আর বিপথে ঘুরি।
মাতলামীতে মাতলামীতে একাই পুরো শহর অচল করে দেই,
বিষাদ আর বিলাপের স্লোগানে স্লোগানে।
তুমি এক্ষুণি আমার মুখ বন্ধের ব্যাবস্থা করো।
মুখ বন্ধের সবচেয়ে ভালো উপায়
সংবিধানের কোনো ধারায় ঠিক ভাবে বলা হয়নি!!
একজন সন্ন্যাসী বলে গেছেন,
“একটি আঠালো চুম্বন হচ্ছে মুখ বন্ধের সবচেয়ে উত্তম উপায়”।
একজন বিশেষজ্ঞ ডাক্তার পত্রিকার কলামে সেদিন লিখেছেন,
“মুখ বন্ধের সবচেয়ে ভালো উপায়
হচ্ছে একটি জ্বলন্ত চুম্বন,
এতে রোগীর ঠোঁট পুড়ে যায়,
তবে মন ভালো হয়ে যায়”।
আসল কথা হলো,
আমি আর পারছিনা-
এমন বিলাপগ্রস্ত বিকেলে আমার ঠোঁটে-
তোমার একটি আঠালো আর জ্বলন্ত চু্ম্বন এক্ষুণি চাই।
———————————
রশিদ হারুন
২৫/১২/২০১৯
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা।
ভাষা সহজ সরল।