নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমাকে চিনতে পেরেছেন?
আমি-
আমি,
থাক নাম বললেও চিনবেন না।
প্রায় পঁচিশ বছর আগে-
ওয়াসা গলির ১০৭/এ তে ভাড়া থাকতাম।
আপনাদের দু’বাড়ী পর।
ছ’মাস অনেক সাহস করেও
একটি চিঠি লিখেতে পারিনি,
শুধু আপনাকে দিবো বলে।
আশ্চর্য!!
কেনো যে সাহস হয়নি তখন!!
তবে,
আমি এখন প্রতিদিনই লিখি!!
কবিতা লিখি।
কবিতাই লিখতে বোধহয় সাহস লাগেনা।
——————————————
রশিদ হারুন
০১/০১/২০২০
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
শুভ নববর্ষ ২০২০
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: কবিতা লিখতেও সাহস লাগে। আপনি সেই সাহস অর্জন করেছেন।
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩
শিখা রহমান বলেছেন: বাহ!! দারুন লিখেছেন।
কবিতার নির্মাণশৈলী খুব ভালো লেগেছে।
শুভকামনা ও নতুন বছরের শুভেচ্ছা রইলো কবি।
০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৫| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯
বিজন রয় বলেছেন: হ্যাঁ চিনতে পেরেছি প্রিয় কবি!!
শুভেচ্ছা রইল সতত।