নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রোফাইল

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ২:২৩

আমার ঘড়ির খুব শখ।
অনেকগুলো ঘড়ি আছে আমার।
হাতে ঘড়ি না পরে ঘর থেকে বেরই হইনা আমি-
তবে মাঝে মাঝে পায়ে জুতো পরতে ভুলে যাই।

রাস্তাঘাটে বের হলেই এতো মানুষ!!
শরীরের সাথে শরীরের এক্সিডেন্ট হওয়ার ভয়ে ঘর থেকে বের হই খুবই কম।
ইদানিং মানুষ বোধহয় কারখানায় তৈরী হয়!!

অনেকদিন হলো আকাশ দেখিনা।
উপড়ের দিকে তাকালেই ঘাড়ে ব্যাথা হয়,
কবি বলেছেন -
“আকাশ না দেখলে শরীর অশুদ্ধ হয়ে যায় একসময়”

আমাকে দেখলেই দোকানদাররা বেশি দাম চায় মনে হয়।
আমি দামাদামি করতে পারিনা।
আমার অনেক কাজ -
সামান্য দামাদামির জন্য ঈশ্বর আমাকে পৃথিবীতে পাঠায়নি।

প্রতিটি চুম্বনের পর আমার আকাশ পাতাল ক্ষিধে পায়।
ডাক্তার বলেছেন,
-আমার শরীর থেকে পনের কেজি চর্বি ঝরাতে।
আমি কিছুদিন ধরে ডায়েট করছি,
তাই তোমাকে আর চুম্বন করা হয়না।


আকাশ দেখিনা ‌অনেক দিন হলো।
তাই আমার শরীর এখন পুরোপুরি অশুদ্ধ।

তুমি আমার চুম্বনের জন্য মন খারাপ করোনা-
আমার অশুদ্ধ চুম্বনের বদলে
ঠোঁটে লাল পিপড়ের চুম্বন নিও।
আর মাঝে মাঝে আকাশের দিকে তাকাবে-
দেখবে,
তোমার শরীর অশুদ্ধ হবে না কখনও।

আমার শরীর এই জীবনে আর শুদ্ধ হবে না-
তোমার শরীর অন্তত শুদ্ধ থাকুক।
——————————————-
রশিদ হারুন
০৭/০১/২০২০

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: ভালো।

০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
কৃতজ্ঞ

২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৯

সাইন বোর্ড বলেছেন: সুন্দর অনুভবের কথা ।

০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
কৃতজ্ঞ

৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
কৃতজ্ঞ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.