নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

একজন ভালো মানুষের খোঁজে

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০৩



খুব ভোর বেলা ঘুম থেকে ডেকে আমার বিধবা মা যখন বললেন,
একটা ভালো ছেলের খোঁজ কর।
তোর বোনের যে বিয়ের বয়স হয়েছে,
সেটা কি তোকে বলে দিতে হবে?

ঘুম ঘুম চোখে আমি ভ্যাবাচেকা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম মা’র দিকে।
তাকালাম কপালে ফুঁটে উঠা বিষন্ন এক চিন্তার ভাঁজের দিকে।
তাকালাম চোখের মধ্যে ভেসে থাকা এক বিশাল ভয়ের ছায়ার দিকে।

আমি একটু চিন্তা করে বললাম,
-ডাক্তার, ইন্জিনিয়ার, পুলিশ, ব্যাংকার আরো কিছু ছেলের খবর আছে এক ঘটকের কাছে,
কথা বলবো আজই।

মা এবার আমাকে বিপদে ফেলে
পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা করলো,
-বাবা পাত্র ভালো মানুষ হবে তো?
আমি চমকে গেলাম মা’র কথায়
জিজ্ঞাসা করলাম,
-ভালো মানুষ কি রকম হয় মা?
মা বললেন
-তোর বাবার মতো হলেই চলবে।

আমি এবার পৃথিবীর সবচেয়ে খারাপ সন্তানের মতো কাজটা করলাম।
বললাম-বাবা ভালো মানুষ হলে তোমাকে রেখে এভাবে অসময়ে চলে যেতো না!!

অনন্তকাল দু’জন চুপ করে ছিলাম,
দেয়ালের দিকে তাকিয়ে।
মা ঘর থেকে বের হবার সময় এবার বললো-তোর বোনের বিয়ের জন্য একটা ছেলের খোঁজ করিস।
———————————
রশিদ হারুন
১২/০১/২০২০

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২৭

আকতার আর হোসাইন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোর সংজ্ঞা কি হতে পারে ???

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমি জানিনা
মা’রা জানিনা

৩| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ২:১২

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেকের কথা জানিনা, আমার কাছে ভালো মানুষের সংজ্ঞা বলতে আমি আমার বাবাকেই বুঝি।

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ১২ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:২৭

বাহাউদ্দিন আবির বলেছেন:
আমি এবার পৃথিবীর সবচেয়ে খারাপ সন্তানের মতো কাজটা করলাম।
বললাম-বাবা ভালো মানুষ হলে তোমাকে রেখে এভাবে অসময়ে চলে যেতো না!!


হৃদয় ছুয়ে গেলো লাইন দুটি

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: খারাপ না হলে মা’কে কেউ এভাবে বল?
ধন্যবাদ আপনাকে

৫| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: দারুন হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর:)

১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.