নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

একজন রশিদ হারুন

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২১

রাত ঠিক বারোটা এক মিনিটে
চৌরাস্তার মোড়ে-
ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলতেই
চারজন মানুষ এক সাথে দাড়িয়ে পড়ল।

তারা সবুজ বাতির জন্য অপেক্ষা করছে।
অনেক সময় ধরে লাল বাতি আর সবুজ হচ্ছে না!!
বিরক্ত হয়ে তারা পরস্পরের দিকে তাকালো।
তারপর গল্প করার জন্য পরিচিত হয়ে গেলো।

বালকটি অস্ফুট কন্ঠে নাম বললো
-রশিদ হারুন।
কিশোরটি চিৎকার করে পরিচয় দিলে -রশিদ হারুন।
যুবকটি খুব উদ্ধত কন্ঠে নাম বললো -আমি রশিদ হারুন।
মধ্যবয়স্ক মানুষটি বিনয়ের সাথে বললো- রশিদ হারুন।
সবাই একসাথে বলে উঠল
-এতো পরিচিত লাগছে কেনো আমাদের!!

মধ্যবয়স্ক মানুষটি পরম মমতায় বালকটির মাথার নিয়ন বাতির আলো মুছে দিতে দিতে বললো,
- রাতের বেলায় এক সময়
এই শরীরে শুধুই চাঁদের আলো আলসেমী করে শুয়ে থাকতো।
এখন বুঝি নিয়ন বাতির আলোও থাকে!!

কিশোরটি যুবকের দিকে তাকিয়ে ধরা গলায় বললো,
-আমাদের ঠিকমতো খেতে দিতে পারতো না বলে বাবা একদিন পুকুরের জলে ডুবে মরলো!!
তারপর থেকে জল দেখলেই আমি মাছ হয়ে যাই।
সাঁতার কাটি আর বাবাকে খুঁজি।

যুবকটি মধ্যবয়স্ক মানুষটির দিকে তাকিয়ে বললো
- অনেক অভাব, অবজ্ঞা, আর অভিমান!!
এই তিন অভিশাপে একজন নারীও আমাকে ভালোবাসেনি,
তবুও দাড়িয়ে আছি রাতের এই শহরে।
আমি এখন মাছরাঙা পাখি ভালোবাসি।

বালকটি সবার দিকে তাকিয়ে বললো,
- সবাই চলুন আমার সাথে।
চাঁদের আলোতে আজ সবাই মিলে আকাশে সাদা বক হয়ে উড়বো।

অনন্ত সময় পর,
ঠিক রাত বারোটা তিন মিনিটে সিগন্যালের সবুজ বাতি জ্বলে উঠল।
সবাই সবার দিকে তাকাল আবারও।
তারপর বালকটিকে সামনে রেখে পেছন পেছন তিনজন একটি রেখা ধরে সোজাসুজি হাঁটতে লাগলো।

দূর থেকে দেখলে মনে হয় একজনই রশিদ হারুন!!
——————
রশিদ হারুন
১৫/০১/২০২০

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:


একটা ঘোরলাগা তন্ময়তায় পুরো কবিতাটি শেষ করলাম!
অনেকদিন পর ব্লগে কোন কবিতা তৃপ্তি এনে দিল!

শুভকামনা কবি-

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.