নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ইথারে ভাসিয়ে মোবাইল ফোনে-
যে রক্তাক্ত চুম্বনটি তুমি পাঠিয়েছিলে
তোমার নতুন পুরুষ বন্ধুর কাছে,
সেই উড়ন্ত চুম্বনটি হঠাৎ পথ ভুলে
রং নাম্বারে আমার ঠোঁটে তীব্র আঘাত করলো!!
আমাকে আহত করে সেই বেওয়ারিশ চুম্বনটি
নিদারুন ভাবে মাটিতে পড়ে রইলো অনেকক্ষণ।
একবারের জন্যও সেই চুম্বনটার খোঁজ করেনি তোমার নতুন পুরুষ বন্ধু!!
আমিই সেই অসহায় বেওয়ারিশ চুম্বনটি
পালক নিলাম আমার ঠোঁটে।
গরম এক কাপ কফি খেতে খেতে
তার সাথে গল্প করলাম।
আর বেওয়ারিশ চুম্বনটির নাম দিলাম ‘মায়া’।
তোমাকে মায়া করেই বলছি-
তবুও তুমি ভালো থেকো।
আর দয়া করে দূরে থেকো-
লক্ষ কোটি মাইল দূরে,
আমার বিষন্ন ঠোঁট থেকে।
——————————
রশিদ হারুন
২৯/০১/২০২০
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:১০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।