নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

নিজের জন্য অভিশাপ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮


প্রচন্ড বৃষ্টির দিনে-
যে অচেনা মানুষটা আমাকে ছাতা এগিয়ে দিলো,
বৃষ্টি থামতেই কোনো কিছু না বলেই
চলে যাচ্ছিলো একবারও পিছনে না তাকিয়ে।
আমি তাকে ধন্যবাদ দিতেই মৃদু হেসে বলে উঠলো,
-এই বৃষ্টির দিনে শুধু তিনি আমার মতো মানুষদের জন্যই ছাতা নিয়ে বের হোন।
এই শহরে এখন আর তার নিজের কোনো আপনজন থাকেনা,
থাকে শুধু একজন অপরিচিত ঈশ্বর।

অপরিচিত ঈশ্বরের বৃষ্টির দিনেতো আর ছাতা লাগেনা-
তাই বৃষ্টির দিনে আমার মতো ভুল মানুষের মাথায় তিনি ছাতা ধরে রাখে।
তাই বৃষ্টির থামলেই ঈশ্বরের বাড়ীতে তিনি শুধু
কিছু ভুল ভালোবাসা আর বিশ্বাসের কফিন পৌছে দেন।
আমিও লোকটির পিছনে পিছনে হাঁটতে থাকলাম নিরবে-
আমার সমস্ত কবিতার স্বপ্ন আর ভালোবাসার ডানা ছেঁটে।
————————————
রশিদ হারুন
০৩/০২/২০২০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: আসলে অভিশাপে কিছু হয় না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব , পাঠে মুগ্ধতা রেখে গেলাম।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.