নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মন খারাপ হলেই আমি ফিরে আসি নিজের কাছে।
আসলে আমি ফিরি কিনা??
প্রচন্ড ভুল ঘৃনায়ও আমি বেঁচে থাকার এম্বুলেন্সে সাইরেন বাঁজিয়ে পুরো শহরকে জানান দেই,
আমি এখনো বেঁচে আছি।
আবার বেঁচে আছি কিনা এখন কেনো যেনো সন্দেহ হয়?
প্রচন্ড ভালোবাসায়ও আমি নিজেকেও মেরে ফেলতে পারি নির্দ্ধিধায়।
দু’দিনের অনাহারেও আমি ‘গুলিস্তানের গরম কামান’ মাথায় নিয়ে ঘুরতে পারি মাথা গরম করে।
আমি প্রায়ই ফিরে আসি নিজের কাছে সব অপমান দাবড়িয়ে মূহুর্তেই।
তবুও এই নিকট পরবাসে-
এতো অপমান. আর আগুনে পোড়া তোমার বিষাক্ত ঘৃনা-
বুকের মধ্যে পেরেক পুতে শুকোতে দেই
নিজের হাতেই।
আমার এতো রাগ কেনো বোকা ক্ষ্যাপা ষাঁড়ের মতো?
মরতে যাই বারবার
ভুল বিষের পেরেক বুকে পুতে।
অপমানই যদি করবে!!
কোনো ভালোবাসার বিষ মাথায় দিলে?
যদি মরেও যাই,
তবুও কপালে ভালোবাসার রাজচিহ্ন নিয়েই তোমার দরজাই আবার দাবড়িয়ে ফিরবো।
তুমি ভুল করেও কিন্তু দরজা খুলোনা।
দরজার আড়ালে লুকিয়ে থাকা তোমার বিবেক ঘাপটি মেরে বসে থাকতেও পারে।
আমি মরে যাবো—
তবুও
আমার
এতো
রাগ
কেনো!!!
—————————
রশিদ হারুন
১২/০২/২০২০
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩
নেওয়াজ আলি বলেছেন: ভালোভাবে পড়লাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: রাগ কমান। তা না হলে শেষমেষ আপনাকেই কষ্ট পেতে হবে।
কবিতা ভালো হয়েছে।