নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার মাথার তার গ্যাছে বুঝি আইজ ছিঁড়া

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩১


নতুন মহল্লার বেবাক বাড়ি ধইরা
আমার মাথাডা খালি সো সো কইরা
কে যে উড়ায় এই ঢাউস মাথাডা?
মাথাডা দুই হাতেও ধইরা থামাইতে পারিনা!
চোখখে মুখখে খালি তোমার দোষ লাগা বাতাস খালি বাইরায়।
আমার মাথার তার গ্যাছে বুঝি আইজ ছিঁড়া।

আমারে খালি চুমা দিয়া ছাইড়া দিবা,
আর শরীরডার মধ্যে শইল মাছ লাফাইতে লইলেই-
অসভ্য রকম গালি দিয়া পালাইবা।
নতুন কোন বাড়িত থাহ তুমি জানাইবা।
নিশীত রাইতের বেলায়
আমারে ছাড়া আদরের কোলবালিশ ধইরা ঘুমাইবা তুমি,
আমি সারারাইত তোমার চুমার কথা ভাবতে ভাবতে শইল মাছ মারমু,
আমারে ভাবছো কী?
আমি অমন মানুষ না।

নতুন মহল্লা জুইড়া তোমারে খুঁজি,
আমার শইল মাছ মারলে তুমিই মারবা।
লাগলে একজীবন তার ছিঁড়া মাথা
লইয়া-
এই মহল্লা দাবড়ামু তোমার লাইগা।
আমারে চুমা দিতে গেলা কেন?
খোদার কসম-
সাবধানে থাইক্কো,
আমার মাথার তার গ্যাছে বুঝি আইজ ছিঁড়া!!
————————
রশিদ হারুন
১৯/০২/২০২০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: বেশ মজার।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৪

নেওয়াজ আলি বলেছেন: বেশ

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.