নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

যাত্রী ছাউনিতে একটি হাহাকার

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১২


যুবকটি চামড়াপোড়া রোঁদে দাড়িয়ে ছিলো যাত্রাবাড়ী মোড়ে ৮নং বাসের অপেক্ষায়।
অনেকদিন পর তীব্র পিপাসায়
বরফ শীতল একটা কোক কিনলো যাত্রী ছাউনির ছোট্ট দোকান থেকে।

এক মিনিটের এক চুমুকে
বোতলের মুখে না দেখা কোনো এক নারীর ঠোঁটই যেনো তার চোখে ভাসছিলো বারবার।
তার দু’ঠোট তীব্র পিপাসায় যেনো চুম্বন করছিলো সেই নারীর শীতল ঠোঁট এক মিনিট- একনাগারে।

হঠাৎ তার চোখ আটকে গেলো যাত্রী ছাউনীর দেয়ালে।
কালো রঙের লেখা-
“আমি ভালো নে‌ই তোমাকে ছাড়া”
যুবকটি তাকিয়েছিলো অনন্তকাল যাবত সেই কালো লেখাটার দিকে।

তার ভিতরে প্রচন্ড এক হাহাকার ডেকে উঠলো-
কে লিখলো এই চিঠি!!
তার হঠাৎ মনে হলো-
না দেখা সেই নারীই তার জন্যই লিখে রেখেছে এই চিঠি।
তারপর সে রাস্তা থেকে ইটের টুকরো কুড়িয়ে তার নিচে লিখলো-
“আমিও ভালো নেই তোমাকে ছাড়া”

কোকের দাম মিটিয়ে বাসে না
উঠে হাঁটতে লাগলো সে চামড়াপোড়া রোঁদে আবারও।
কোথায় যাচ্ছে জানেনা সে!!

শুধু তার মনে হলো,
বাকী জীবন তাকে সেই না দেখা নারীকে খুঁজতেই চলে যাবে।
আর বুকের ভিতর এক বিষন্ন দীর্ঘশ্বাস বয়ে বেড়াবে,
“কেনো তাকিয়েছিলাম কালো লেখাটার দিকে?”
———————————
রশিদ হারুন
২৮/০২/২০২০

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৭

নেওয়াজ আলি বলেছেন: শিল্পসম্মত মনোভাব প্রকাশ, ভালোই ।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১১

সাইন বোর্ড বলেছেন: এ ধরণের ভাবনাকে খুব বেশী প্রশয় দিতে নেই, ব্যস্ত এই পৃথিবীতে জীবন এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.