নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

শুনতে কি পাও?

১১ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৪



ঠিক বুকের এইখানে কান পাতো-
শুনতে পাও শো শো কোনো শব্দ?
এটা বাতাসের শব্দ।

এই বাতাসে ভেসে বেড়ায়
কবেকার ভুলে যাওয়া রাস্তাঘাট, গাছপালা , বাড়িঘর, মানুষ আর কথা।
আরো ভাসে ভুল করে মরে যাওয়া কিছু স্বপ্ন,
হারিয়ে যাওয়া কিছু কবিতার লাইন,
সুতোকাটা ঘুড়ির মতো একটা আস্ত সমুদ্র।

কি যে হয় মাঝে মাঝে!!
ঝড় উঠে বাতাসে,
বুঝলে কালবৈশাখী ঝড়!!
যে ঝড়ের ভয়ে-
চাঁদ আর সূর্য ডুবে যায় একসাথে।
কেউ টের পায় না,
শুধু বুকটা জায়গায় জায়গায় ভেঙে যায়।
তখন বুক থেকে বের হয়ে আসে কিছু বাতাস।
-এটাকে বলে দীর্ঘশ্বাস।

সরে দাঁড়াও বুক থেকে-
একটা গরম দীর্ঘশ্বাস অনেকক্ষণ যাবত ছটফট করছে।
এক্ষুনি বের হবে।
তুমিও পুড়ে যেতে পাতো-
দয়া করে সরে দাঁড়াও আরেকটু দুরে।
————————————
রশিদ হারুন
১২/০৩/২০২০

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই মার্চ, ২০২০ সকাল ১০:০৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:২১

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা । বেশ মন ছুঁয়ে গেল লেখা।

১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১১ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.