নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

পাঁচটি আবোল তাবোল

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৩১



দীর্ঘশ্বাস
———
তুমি এতো কাছে এসে- কেনো বুকে ছাড়লে গরম দীর্ঘশ্বাস?
তারপর থেকে বুক জ্বলে যায় ভিতরে বাহিরে- চারিদিকে শুধু গরম বাতাস।
——————————

আছি ভালো
—————
বলেছিলে, মাথায় গোবর, অ-দরকারী লম্বা, চেহারা কালো!
গোবর মাথায় এইটুকু বুঝি, তোমার বরের চেয়েও আছি ভালো।

—————

চাঁদ
———
সেদিন তুমি ঘুমিয়েছিলে, আগুন লেগেছিলো চাঁদে আকাশ ফুঁড়ে,
ভালো হয়েছে ঘুমিয়েছিলে, ভালোবাসলে দু’জনেই যেতাম পুড়ে।

——————————

করোনা ভাইরাস
————————
চারিদিক করোনা ভাইরাস, সবাই ঘরে ঘরে বন্দী,
মানুষ মরছে, মানুষ কমছে, নতুন জন্মেরও চলছে বিশাল ফন্দী।
———————————

ঠোঁট
———
আয়না দেখে নিজেকেই ভালোবাসো, আয়না কিন্তু ঠোঁট ছাড়া,
আমায় শুধু ডেকে দেখো, আমার ঠোঁট এক পায়ে খাড়া।
———————
রশিদ হারুন
২০/০৩/২০২০

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২০ রাত ১:০২

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো ।

২| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.