নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার মরে যাওয়ার দিনটি

০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৩


একদিন মরে পড়েছিলাম বুক পুড়ে,
সংসারের ভিতরে অসংসারী ছিলাম একা একা ঘরে।
জীবিত ভেবে খেতে দিয়েছিলে কিছু পোড়া ভাত,
হঠাৎ বুকের ভিতর টের পেলাম ঈশ্বরের হাত।

তারপর চোখের সামনে ভেসে উঠলো-
একটা ভাঙা সাইকেল,
ক্ষেতের সরু আইল,
পুরোনো গরুর ঘর,
একটা কড়াই গাছ,
দু’জন বুড়ো-বুড়ি,
একজন বালক পুকুরে দাপড়াচ্ছে,
গরম গরম জিলাপির আঁচ ও ঠোঁটে টের পেলাম।

বাঁশঝাড়ের মাঝখানে কিছু মানুষ কবর খুঁড়ছে।
আর একটি লাশ অপেক্ষা করছে কবরে নেমে যাবার জন্য।
কে একজন শেষবারের মতো মুখটা দেখতে অনুরোধ করলো কাঁদতে কাঁদতে।
সাদা কাফনের ঢাকামুখ কাপড় সরাতেই চমকে উঠলাম!
আমারই মুখ।

অসংসারী মানুষ এ সংসারে
কখন যে মরে থাকে কেউ বুঝেনা।
তুমি-
অসংসারী মানুষটাকে মানুষ ভাবলে
পোড়া ভাত কখনো খেতে দিতেনা।
—————————————
রশিদ হারুন
০১/০৪/২০২০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর লিখনশৈলি ।

৩| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.