নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বলা হলোনা কথাটি

০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪৬



বলা হলোনা কথাটি-
তুমি টের পাও কিনা জানিনা?

তোমার নাভির নিচে একটা ‘অপরিচিত মাকড়সা’
- জাল বুনছে কিছুদিন।
সেই জালে আটকা পড়ে আমার আস্ত শরীর
চড়ুই পাখির মতো,
-ডানা ঝাপটায় নিশিদিন।

আমার শরীরের ভিতরে কাঁদে বিষাক্ত
-একতরফা ঢেউ,
তুমিই যখন শোননা
-শুনবে কী আর কেউ?

সময় চলে যায়,
-তবুও বলা হলোনা।

আমি চলে যাচ্ছি হাওয়ের জলে সাঁতরাতে সাঁতরাতে
-জীবনের ওপারে।
তবুও কেনো টিনের চালের উপর বৃষ্টির শব্দ
ভেসে আসে আমার
-মরনের দুয়ারে।

না বলা কথাটি,
তুমি টের পাও কিনা জানিনা?

তোমার নাভির নিচে যে মৃতদেহটি হাওরের জলে ডুবে মরেছে
-সেটি আমি
বাতাবি লেবুর কাঁচা গন্ধ তোমার শরীরে এখনো যে ভেসে আসে
-সেটিও আমি।

সময় চলে যায়
-তবুও বলা হলোনা

তোমার শরীর থেকে আমার মরা গন্ধ মুছতে যাবে তোমার
-এই একজীবন।
যত তাড়তাড়ি পার দাফন আর জানাজা দিতে আর্জি করো
-হাইকোর্টের সমন।

সময় চলে যায়
-তবুও বলা হলোনা।

বাঁচতে চেয়েছিলাম বাতাবি লেবু হয়ে,
টিনের চালের বৃষ্টির জল হয়ে,
হাওরের জলে কচ্ছপ হয়ে,
একটি সাধারণ চড়ুই পাখি হয়ে।

না হয় তোমার নাভির নিচে আমি নিজেই একটি ‘পরিচিত মাকড়সা’ হয়ে।
——————————
রশিদ হারুন
০৩/০৪/২০২০

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:২১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: রোমান্টিক আপনার চাওয়া।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:২১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো । ঘরে থাকুন। ভালো থাকুন।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৫:২২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আমার খুব আফসোস লাগে। আমি কবিতা লিখতে পারি না।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনি কবির উৎসাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.