নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার জন্ম কুণ্ডলীতে লেখা আছে-
মধ্য বয়সে কারো অভিশাপে
আমি সম্পূর্ণ অন্ধ হয়ে যাবো।
যেদিন সম্পূর্ণ অন্ধ হয়ে যাবো,
তোমরা আমাকে একটা নৌকায় করে মাঝ নদীতে ছেড়ে দিও।
আমি মাছের সাথে থাকব বাকি জীবন।
মাছের কাছে আমার ক্ষমা চাওয়া বাকি আছে।
একটি জ্যান্ত মাছ কাটতে গিয়ে একবার আমি খুবই অবাক হয়েছিলাম।
মাছটির চোখের দৃষ্টি আমি সারাজীবন ভুলতে পারিনি।
সে বোধহয় আমাকে অভিশাপ দিয়েছিলো।
সেই মাছের অভিশাপেই আমি সম্পূর্ণ অন্ধ হয়ে যাবো মধ্য বয়সে।
একজন বলেছিলো -
কিছু খরচপাতি করলে নাকি জন্ম কুণ্ডলী বদলানো যায়।
আমি রাজি হয়নি।
আমার পাপ কাটবে সেদিন-
যেদিন কোনো মাছ আমার চোখ দুটি খাবে।
আমি ভুল করে সেদিন মাছের চোখ দুটিও খেয়েছিলাম।
——————————
রশিদ হারুন
১৩/০৪/২০২০
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: ভালো।
১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৪
দজিয়েব বলেছেন: সুন্দর লেখা
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনি অন্ধ নন।
০২ রা মে, ২০২০ রাত ২:৩৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৯
নেওয়াজ আলি বলেছেন: আপনার কবিতা লেখার হাত ভালো