| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিএম হারুন -অর -রশিদ
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমি কবি হওয়ার স্বপ্ন বহুকাল যাবত বুকে পালছিলাম।
নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলাম অসামাজিক ভাবে।
অনেকদিন ধরে হাত পায়ের নখ, চুল-দাড়ি কাটতাম না।
কবি হওয়ার প্রস্তুতিতে এক বিপন্ন বিষন্নতায় জীবনকে উপভোগ করছিলাম তখন।
সেই সমেয়ই প্রথম কবিতা লিখলাম ঘরের একমাত্র আয়নার গায়ে- কালোকালির মার্কার কলম দিয়ে।
একটি শব্দে-
“ঈশ্বর!”
সারাদিন ঘুরেফিরে অনেকবার ঘরের আয়নাটা দেখতাম।
নিজেকে চিনিয়ে রাখতাম;
সবাই ভুলে গেলেও আয়না যেনো আমাকে ভুলে না যায়।
তারপর ফের একদিন আবার
হাত পায়ের নখ, চুল-দাড়ি কেটে
কোট-টাই পরে দিব্যি সামাজিক হয়ে আবার অফিসে গেলাম।
জ্বি স্যার, জ্বি মহোদয় লিখতে- বলতে সারাদিন পার করলাম।
রাতের বেলায় বাসায় ফিরে যখন আয়নায় তাকালাম-
দেখলাম সেই বড় বড় নখ আর দাড়ি চুলের আগের মানুষটি আয়নায় আটকা পড়ে আছে।
'ঈশ্বর!' লেখাটি জ্বলজ্বল করে যেনো তাকিয়ে আমার দিকে।
আর আমার বিছানায় শুয়ে আছে,
কোট-টাই পরা আমারই চেহারার একজন মৃত মানুষ।
——————————
রশিদ হারুন
১৫/০৪/২০২০
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২|
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:১২
রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা। একেবারে অন্য রকম।
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩|
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪
দজিয়েব বলেছেন: চমৎকার। আপনার কবি সংক্রান্ত ভাবনাগুলো আমার ভাবনাগুলোর সাথে কিভাবে জানি মিলে যায়।
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯
নেওয়াজ আলি বলেছেন: সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।