নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মাটি তুমিই আমার ধর্ম

১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৭


শুধু মাটিই জানে কতদিন লাগবে তার,
আমার শরীরকে আপন করে নিতে।

সে আমার শরীরের সকল
- চৈত্রদুপুরের গোপন পাপ, লালসা,
বুকের শিকলে আটকানো ক্রোধ কিংবা ঘৃনা,
- কুকুরের মতো বন্ধু কিংবা দুশমনদের লোভ, হিংসা,
-দেখা অদেখা বিশ্বাস নতুবা অবিশ্বাসের ভালোবাসা অথবা কষ্ট,
-কিছু রয়ে যাওয়া অলস স্মৃতি, মগজে শুয়ে থাকা আমার অমর বাল্যকাল।
- কিছু লিখিত আর অলিখিত প্রনয়ের চিঠি কিংবা কবিতা।
সবসহ আমাকে ক্ষমা করতে কতো সময় নিবে মাটি।

মানুষ হিসাবে আসলে আমি নিজেকেই হতাশ করেছি,
হতাশ করেছি তোমাদের সকলকে।
সাথে একটি সূর্য, কিছু ঘাস, একটি গাছ
অথবা বিধবা একটি চাঁদকে।

আমার সমস্ত মিথ্যার মধ্যে একমাত্র সত্য
আমার ধর্ম- মাটি।
তাই মাটির কাছেই আমার প্রার্থনা-
মাটি আমি তোমার কাছেই ফিরবো-
আমাকে আপন করে নিও আমার অন্তর্গত
‘আমাকে’ সহ।
——————————————
রশিদ হারুন
১৬/০৪/২০২০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা পড়লাম।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।

১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.