নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আজ গভীর রাতে আকাশে কেনো বৃষ্টির এত মাতামাতি!!
বৃষ্টির মাতলামিতে আমার আমার বুকেও মাতালামি শুরু হয় মূর্খ বালকের মতো।
আজ আমি বৃষ্টিতে ভিজবো।
ও মেঘ একবার শুধু তাকে ফরমান পাঠাও-
আজ রাতে যেনো সে বৃষ্টিতে না ভিজে।
বৃষ্টির জলেও আগুন ধরে যাবে তার শরীরের স্পর্শে।
সকাল হতেই তার শহরে বদনামের বাতাস বইবে তাকে নিয়ে।
আমিতো অন্য শহরে স্বেচ্ছায় বন্দি পরিযায়ী পাখির মতন।
ও মেঘ একবার শুধু তাকে ফরমান পাঠাও-
আজ যেনো সে বৃষ্টিতে না ভিজে,
আজ আমি বৃষ্টিতে ভিজবো।
তবুও গভীর রাতে আমার ঠোঁট কেনো পুড়ে যায় বৃষ্টির জলে!!
—————————
রশিদ হারুন
১৯/০৪/২০২০
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৩:৪৫
রাজীব নুর বলেছেন: চমতকার।
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:২৮
দজিয়েব বলেছেন: আমার এখানেই বৃষ্টি হচ্ছেনা... ভিজতে নিষেধ আছে, কিন্তু উপভোগ তো করতে পারতাম! ভালো লিখেছেন।
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩২
নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব , শুভ কামনা আপনার জন্য।
১৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৮
বিভ্রান্ত পাঠক বলেছেন: সুন্দর।।