নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

পিতৃঋণ -৩

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫২


বাবার ব্যবহৃত অনেকগুলো পাঞ্জাবি স্বজনহারা হয়ে শুয়ে আছে আলমারিতে।
বাবা চলে যাওয়ার পর মাঝে মাঝে-
আমি আর মা দুজনেই লুকিয়ে গল্প করি তাদের সাথে।

শুক্রবার আসলেই এক অদ্ভুত সমস্যা হয়-
বাজার সদাই করে দেরি হয়ে যায় সব সময়।
তাড়াহুড়া করে মসজিদে দৌড়াই ছেলেকে নিয়ে জুম্মার নামাজ পড়ব বলে।

প্রতিবারই কিভাবে যেনো একই ভুল করে
ফেলি!!
বাবার কোন না কোন পাঞ্জাবি ঘুরে-ফিরে পরে ফেলি।
মা কখন যে আবার ধুয়ে আয়রন করে রেখে দেয় একই জায়গায়-
টেরও পাইনি কখনো।

মসজিদে নামাজ শেষে ছেলে একদিন বলল-
“বাবা তুমি ইচ্ছে করেই দাদুর পাঞ্জবিগুলো পরো-
যেনো তোমাকে দাদুর মতো দেখায়।”

মসজিদের দেয়ালে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললাম-
“তোকেও মাঝে মাঝে আমার মতো লাগে,
যখন তোর দাদুর পাঞ্জাবিগুলো পরি।”

নামাজ পড়ে যখন বাড়ি ফিরি-
মা দরজার সামনে দাঁড়িয়ে থাকে সব সময়।
আমার মনে হয় মা আমার জন্য নয়
হয়তো বাবার জন্যই দাঁড়িয়ে থাকে-
প্রতি জুম্মার পর গত পনের বছর যাবত।

————————————————
রশিদ হারুন
১৯/০৪/২০২০

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৭

ফেরদাউস আল আমিন বলেছেন: সুন্দর

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৪৬

আমি রানা বলেছেন: বাবা মানে বাবাই....

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১:১০

নেওয়াজ আলি বলেছেন: পড়ে বিমোহিত হলাম।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৭

দজিয়েব বলেছেন: এক্সেলেন্ট।।

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.