নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কোথায় যাবো আমি

০৪ ঠা মে, ২০২০ রাত ৮:৪০

আমি কোথায় যাবো?

উত্তরে এতো জল!
-সেখানে শুধু মাছেরা সাঁতার কাটে।
আমি সাঁতার শিখিনি কখনো,
সেখানে গেলে আমি ডুবে যাবো।
আমার এখন ডুবতে ইচ্ছে করছে না।

দক্ষিণে শুধু সমাধিসৌধ!
-দাঁড়ানোর জন্য এক ইঞ্চি জমিনও খালি নেই,
সেখানের জমিনে শুধু মানুষ ঘুমিয়ে থাকে,
ঘুমালে আমি আকাশ দেখবো কিভাবে
আমি আকাশ না দেখে থাকতে পারিনা?
সেখানে দয়া করে আপাতত আমাকে কেউ যেতে বলবেন না।

পুবে বৃক্ষদের রাজত্ব!
-সেখানে মানুষ নামক প্রাণীদের অপাঙক্তেয়্ ঘোষণা করেছে বৃক্ষরা।
ভুল করে কোনো মানুষ যদি সেখানে পা রাখে,
-বাকি জীবন তাকে বৃক্ষের মতোই দাঁড়িয়ে থাকতে হবে।
আমিতো বৃক্ষ হবার জন্য জন্মাইনি,
-আমি ভুলেও যাবোনা সেখানে।

পশ্চিমে বাতাসে অক্সিজেন নেই!
-সেখানে বাতাসে শুধু ঘৃণা আর অভিশাপ উড়ে।
আমি নিঃশ্বাস নিবো কিভাবে!
অক্সিজেন কেনার মতো ধনী আমি নই
-সেখানে যদি যাই তবে আমি অভিশপ্ত আর ঘৃন্য হয়ে যাবো।
আমি কিন্তু যাবোনা সেখানে।

তারচেয়ে আমি আকাশে পাখি হয়ে উড়তে উড়তে চাঁদে চলে যাবো।
“কবি যদি বিষন্নতায় তোমার পৃথিবীর কথা কখনো মনে পড়ে
-তবে একটি ভালোবাসার কবিতা লিখো।”
———————————————————
রশিদ হারুন
০৪/০৫/২০২০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২০ রাত ৮:৫০

সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও প্রকাশ অনবদ্য ! আপাতত ঘরেই থাকুন ।

০৪ ঠা মে, ২০২০ রাত ১১:৩৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: কোথাও যাওয়ার দরকার নাই।

০৪ ঠা মে, ২০২০ রাত ১১:৩৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই মে, ২০২০ ভোর ৪:৫১

নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব লেখা । ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।

০৭ ই মে, ২০২০ রাত ১২:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.