|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জিএম হারুন -অর -রশিদ
জিএম হারুন -অর -রশিদ
	আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
রাতের আকাশে কোথায় যে লুকালো চাঁদ!
-অন্ধকারে অন্ধ হয়ে হাতরাচ্ছি আকাশে
যদি এক ফোঁটা চাঁদ খুঁজে পাই।
আমার একটু পূর্ণিমার আলো দরকার।
ভুল করে ফেলি এখন অহরহ,
-একটুকরো চাঁদের আলোর অভাবে।
ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছি
ঘর থেকে অনেক দূরের তেমাথার বটগাছের নিচে।
সাথের ব্যাগে লুকিয়ে এনেছি কবিতার খাতা আর কলম,
আর বুকের ভিতর লুকিয়ে রেখেছি 
কিছু নিহত কবিতার শবদেহ।
চারিদিকে শুধু ঝিঁঝিঁ পোকার আর্তনাদ।
এই আর্তনাদের শব্দে বুকে বাড়ছে নিহত 
কবিতার শবদেহ।
কবিতার খাতা সাদাই থেকে যায়।
বুকের ভার কমাতে
বটগাছের শুকনো পাতা কুড়িয়ে 
-পোড়াই কিছু নিহত কবিতার শবদেহ।
একটি ঝিঁঝিঁ পোকা কানে কানে বলে গেলো,
চাঁদ নাকি মানুষের ভয়ে লুকিয়েছে!!
-ট্রাম্প, পুতিন, কিম আর মোদি একই টেবিলে বসে চাঁদ ভাগ করে নিয়েছে গোপনে।
পারমানবিক বোমার ভবিষ্যৎ পরীক্ষার সফলতা কামনায় তারা চিয়ার্স করেছে হাসিমুখে।
মাননীয়গণ,
দয়া করে চাঁদকে ক্ষমা করুন,
না হলে একজন কবি আপনাদের অভিশাপ দিবে,
-আপনাদের বেডরুম ভরে যাবে 
নিহত কবিতার শবদেহের দুর্গন্ধে।
——————————————
রশিদ হারুন
১০/০৫/২০২০
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ১০ ই মে, ২০২০  রাত ৩:৪৯
১০ ই মে, ২০২০  রাত ৩:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
৩|  ১০ ই মে, ২০২০  রাত ৩:৫০
১০ ই মে, ২০২০  রাত ৩:৫০
নেওয়াজ আলি বলেছেন: , অতুলনীয় লেখা।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২০  রাত ৩:৪৪
১০ ই মে, ২০২০  রাত ৩:৪৪
রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।