নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের ফুটপাতের দেওয়াল

১৩ ই মে, ২০২০ দুপুর ১:৩৪


কবিতা যদি শহরের ফুটপাতের দেওয়ালে লিখি,
যদি স্লোগানের মতো ভরে দেই এই শহরের পুরো দেওয়াল,
তাহলে কি কারো ক্ষতি হয়ে যাবে?

শহরের চলন্ত মানুষজন
-কেউ হয়তো দু এক লাইন পড়বে,
কেউ দেখবে, কেউ ভাববে সময় কাটাতে।
আবার কেউ হয়তো মনে করবে
-কাগজের ঘাটতি পড়ছে এই শহরে কবিদের জন্য।

সবাই মনে করে ,
-দেওয়ালে শুধু বিপ্লবী কথা আর স্লোগান লেখা হয়।
তবু যদি লিখি শহরের দেয়ালে
-আমি লিখবো অভিমানের কবিতা।

একটা উদাহারন দিচ্ছি, ধরুন লিখলাম,
-“ ফুটপাতে লাইসেন্স ছাড়া অভিমান-
ট্রাফিক পুলিশ মামলার নতুন ধারা খুঁজে খুঁজে হয়রান”

অথবা-

“ গাড়ীর নিচে গোপনে চাপা পড়ে
-মরে যায় জোনাকি,
পূর্ণিমার চাঁদ আজ ঘরে বসে
-শোক করে একাকী”।

যদি কোনদিন এই সব কবিতা পড়ে
কোনো বালক-বালিকা চোখের জল ফেলে একই সাথে,
হাতে হাত রেখে,
-সেদিন থেকে এই শহরের দেয়াল কথা বলা শুরু করবে।

ঢাকা শহরের দেওয়াল কথা বলা ভুলে গেছে,
আমি অনেকদিন হলো ঢাকা শহরের ফুটপাতের দেওয়ালের কথার শব্দ পাইনা!!
———————————
রশিদ হারুন
১৩/০৫/২০২০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২০ দুপুর ১:৫২

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।

১৩ ই মে, ২০২০ বিকাল ৩:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন

২| ১৩ ই মে, ২০২০ দুপুর ২:৩৬

সাইন বোর্ড বলেছেন: যেখানে বলতে গেলে মত প্রকাশের স্বাধীনতায়ই কেড়ে নেওয়া হয়েছে, সেখানে দেয়ালে কিছু লেখার দুঃসাহস কে দেখাবে ?

১৩ ই মে, ২০২০ বিকাল ৩:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন

৩| ১৩ ই মে, ২০২০ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম ভাই।

১৩ ই মে, ২০২০ বিকাল ৩:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.