নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মৃত মানুষদের ইতিহাস

০২ রা জুন, ২০২০ রাত ১১:৪৭


“বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ”
-এই শব্দটা পেলেই আমি ঘরের উত্তরের জানালা খুলে দেই।
প্রতিবারই দেখি একটি লাশ নামানো হচ্ছে কবরে।
উত্তরের জানালার দেওয়াল ছুঁয়েই আমার মহল্লার প্রাচীন কবরস্থান।

আমি প্রায়ই গভীর রাতে গোপনে,
পরিচিত-অপরিচিত মৃত মানুষের নতুন কবরে গিয়ে বসে থাকি কিছুক্ষণ।
কখন যে কবরে কান পাতি-টেরও পাইনা!

আমি আসলে একটি ইতিহাসে কান পাতি,
-একজন মানুষের সারাজীবনের নিজস্ব অদ্বিতীয় সভ্যতার ইতিহাস।
পাওয়া-না পাওয়ার, সুখ-দুঃখের, বিশ্বাস-অবিশ্বাস, আর সম্মান-অসম্মানের ইতিহাস,
সাথে সেই মানুষটির জন্মের আর মৃত্যুর ইতিহাস।
মাঝে মাঝে আমার বুকের ভেতর শো শো শব্দে রাতের নির্জনতা ভেঙে অনুভব করি
-একটি জীবন্ত ‘শিশু কবরের’ উল্লাস।

অদ্ভুত এক ঘোর লাগে তখন,
-খুব জানতে ইচ্ছা করে,
কেমন আছেন সদ্য মারা যাওয়া কবরের মানুষটি?
আশ্চর্য, ভীত না আনন্দিত!
খুব বলতে ইচ্ছে করে,
-‘’আপনার মৃত্যুতে আমি ব্যথিত”
কখনো মনে হয়,
-এই মানুষটি নিজের মৃত্যূতে হয়তো আনন্দ পেয়েও থাকতে পারেন!
তাই শুধুই বলি,
-‘আপনার ইতিহাসের সাথে
আমার ইতিহাসের একদিন দেখা হবেই।'

আকাশের দিকে তাকিয়ে বিড়ালের মতো হেলে-দুলে হাঁটতে হাঁটতে ঘরে ফিরি।
খুঁজে পাই আমার পূর্বপুরুষদের আর বাবা-মার জন্ম-মৃত্যুর ইতিহাসের পাতা,
মনে হয় ওনারা আকাশে হাওয়ায় ভেসে ভেসে গল্প করছেন।

আসলে রাতের আন্ধকারে আমি মৃত মানুষের নতুন কবরে-
আমার ভয় রেখে আসি খুব গোপনে,
- জীবিত মানুষ হয়ে গোপনে কিছুদিন বেঁচে থাকার স্বার্থপরতার লোভে।
————————————
রশিদ হারুন
০২/০৬/২০২০

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ রাত ১১:৫৩

কল্পদ্রুম বলেছেন: কবিতার গ্রামার সম্পর্কে আমার ধারণা কম।তবে ভাবনাটা সত্যিই মুগ্ধকর।

০৩ রা জুন, ২০২০ রাত ১২:২৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন

২| ০৩ রা জুন, ২০২০ রাত ১২:১৩

আমি সাজিদ বলেছেন: হঠাৎ যেতে যেতে যেন একটু থমকে দাঁড়ালাম!

মুগ্ধপাঠ।

০৩ রা জুন, ২০২০ রাত ১২:২৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন

৩| ০৩ রা জুন, ২০২০ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:০৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন

৪| ০৩ রা জুন, ২০২০ ভোর ৫:৩৮

নেওয়াজ আলি বলেছেন: এখন প্রতিদিন প্রতি এলাকায় অসংখ্য নতুন কবর হয়, ভয় পাবেন না

০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন

৫| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: একটা গল্প বলে দিলেন!

০৫ ই জুন, ২০২০ রাত ১:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.