নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ঝড়-বৃষ্টির দিনে আকাশ পাতাল জুড়ে
বাতাসের তীব্র কান্নাকাটি।
সেই কান্নায় আমার বুকের মাঝেও জল বেড়ে যায়।
আমি আর আমার নিঃসঙ্গতা
ভয়ে আলিঙ্গন করে শুয়ে থাকি,
-আমার রাতের বিছানা যেন আজও জলে ডুবে না যায়।
তীব্র রোদে একদিন আমার বুকটা শুকাতে হবে।
———————
রশিদ হারুন
০৯/০৬/২০২০
১১ ই জুন, ২০২০ দুপুর ১:১৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:৫৩
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা ।
১১ ই জুন, ২০২০ বিকাল ৩:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২০ সকাল ১১:৪৪
রাজীব নুর বলেছেন: রোদে বুক শুকাবেন কেন?
প্রেম ভালোবাসায় বুক ভরিয়ে রাখুন।