নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
তুমি আমাকে প্রায়ই বলতে,
-কী আজেবাজে কবিতা লেখ!
আমি কিছুই বুঝি না।
আমি হাসতাম-তখন শুধুই হাসতাম।
বিশ বছর আগে তুমি চলে যাবার সময় যেমনটা দেখেছিলে,
আমি এখনও সেই আজেবাজে কবিতাই লিখি।
তারপর থেকে মাঝেমাঝে আমার এলোমেলো কিছু কবিতার শব্দ,
আমার এলোমেলো জীবনের সাথে মাখামাখি হয়ে,
-তোমার চলার পথে বসে বসে আজেবাজে ভাবে শুধু ভিজে।
—————————
রশিদ হারুন
১০/০৬/২০২০
১৩ ই জুন, ২০২০ রাত ১:১২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই জুন, ২০২০ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৩ ই জুন, ২০২০ রাত ১:১৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২০ রাত ৮:৩৯
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো লেখা ।