নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মেঘের উপর দিয়ে উড়ছি আকাশে
পৃথিবীর জমিন থেকে অনেক দূরে
-এক বুক ছটফটানি দূরে।
আমার চারদিকে অলস কিছু মেঘ, কিছু সুতো ছেড়া ঘুড়ি, ঝড়ো হাওয়ায় হারিয়ে যাওয়া অসংখ্য অভিমানী চিঠি আড্ডায় ব্যস্ত।
বিমানের গায়ে আনমনা মেঘ, ঘুড়ি আর চিঠির ঝাঁকুনিতে
-বিমানবালার প্রশিক্ষিত হাসি
আমার কফির কাপে ছলকে পড়ছে।
মনোলীনা,
আমি এখন দিগন্তহীন আকাশে-অনেক দূরে।
তুমি কি এখনো আকাশ দেখতে ভালোবাস?
প্লিজ একটু তোমার বাড়ির ছাদে এসে দাঁড়াও।
পাইলট সাহেব,
-দয়া করে মনোলীনার বাড়ির ছাদে আমাকে নামিয়ে দিন।
————————
রশিদ হারুন
১০/০৬/২০২০
১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাক
অবশ্যই হতে পারতো
২| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৯
হাসান মাহবুব বলেছেন: বাহ! মেদহীন, সুন্দর কবিতা।
১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ১৩ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
রাজীব নুর বলেছেন: শিরোনামটা দারুন আবদার টাইপ হয়েছে।
১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:১৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:০৫
নেওয়াজ আলি বলেছেন: ভীষণ ভালো লাগলো লেখা ।
১৭ ই জুন, ২০২০ বিকাল ৪:১৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৭
বিজন রয় বলেছেন: মনোলীনাকে নিয়ে শিরোনাম হতে পারতো।
কেমন আছেন?