নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ঘুমিয়ে পড়লেই
তুমি স্বপ্নে আসো!
তোমাকে আটকাতে আমি জেগে উঠি বারবার,
জেগে উঠলেই তুমি হারিয়ে যাও!
আবার ঘুমিয়ে পড়ি স্বপ্নে তোমাকে খুঁজতে।
আমি অনেক দিন ধরে এই ঘুম আর জেগে উঠার খেলায় আটকে আছি।
একজন জ্যোতিষী বলেছেন,
-“বিছানায় দোষের বাতাস লেগেছে,
বিছানা বদলে ফেলুন”।
একজন দার্শনিক বলেছেন,
-“এই জীবনের মানে শূন্য,
জীবন বদলে ফেলুন”।
আমি কারো কথাই শুনিনি,
-আমি শুধু স্বপ্ন বদলে ফেলেছি।
আমি এখন ঘুমের ওষুধে সারারাত চেতনাহীন স্বপ্নে রাত কাটাই।।
————————————
রশিদ হারুন
১৪/০৬/২০২০
১৯ শে জুন, ২০২০ সকাল ১০:২৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে জুন, ২০২০ রাত ৩:১৭
চাঙ্কু বলেছেন: স্বপ্নরে দরকার হলে কাডিয়ালামু কিন্তু বদলামু না
১৯ শে জুন, ২০২০ সকাল ১০:২৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+