| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিএম হারুন -অর -রশিদ
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
অযথাই আমি তোমার প্রেমে পড়েছিলাম,
কোন কিছু চিন্তা ভাবনা না করে।
তাই আমি আহত হয়েছিলাম।
তারপর থেকে আমি আর উঠে দাঁড়াতে পারিনি - কখনো।
আহত আমাকে নিয়ে মানুষ যখন ফিসফিস শুরু করলো,
তুমি আমাকে একবারও টেনে তুললেনা।
বুঝলাম এতোদিনে.
-প্রেম হলে স্হির দাঁড়িয়ে থাকতে হবে,
পড়ে গেলে আহত হওয়ার সম্ভবনা থাকে।
মানুষ কেনো যে প্রেমে পড়ে!!!
———————————————-
রশিদ হারুন
১৫/০৬/২০২০
২২ শে জুন, ২০২০ রাত ১০:০৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২|
২২ শে জুন, ২০২০ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৩ শে জুন, ২০২০ দুপুর ১:৪৮
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০২০ রাত ১০:০০
নেওয়াজ আলি বলেছেন: অনন্য শব্দ বুনন ।