নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

রশিদ হারুনের শেষ কবিতা

২৩ শে জুন, ২০২০ দুপুর ১:৪৭


কবিতা লেখনের নিরানব্বইতম ব্যর্থ চেষ্টায় হতাশ হইয়া,
কবি রশিদ হারুন সারারাইত পুশকনির পারের কড়ই গাছটার শইলে হেলান দিয়া আসমানের দিকে চাইয়া থাকতে থাকতে একসময় দেখল
-আসমান লাল হইয়া পাকনা আমের রঙের মতন লাগতাছে।

সূর্যের মনে লয় ঘুম ভাঙল!
অথচ কবি হারা রাইত না ঘুমাইয়া আসমানের পানে চাইয়া বুকের মইধ্যে ভাব আনতে গিয়া -দুই চউখ লাল করছে হিন্দু বাড়ির বউগো মাথার সিন্দুরের মতো।

কিছু ছিড়া সাদা কাগজ পুশকনিতে ভাসতাছে মরা বরফের লাহান।
আচমকা আগুনের গোলার মতোন কি যেনো একটা মাডিতে পড়ল। রশিদ হারুনের ভয় পাওনের কতা, অথচ ভয়ত দূরের কতা, হে একবার চাইয়াও দেখলনা। আগুনের গোলা থেইক্ক্যা গায়বি আওয়াজ বাইর অইলো,
-“আমি আজরা‌ইল, মহান খোদার নির্দেশে আপনার জান কবজ করতে এসেছি,
আপনি কি প্রস্তুত?”
রশিদ হারুন একটুও ডরাইলো না,
হে কইল,
-আফনে কি জানেন না, আমি কাইল সূর্য ডুবার পর রাইত শুরু অইতে না অইতেই মইরা গেছি!
কবিতার একটা কতাও আমার বুক পিঞ্জিরায় নাই।
এই ছোডখাড হাড্ডিভরা বুকটাত কবিতা না থাকলেই আমার মরন হয়।
মরা মাইনষেরে আফনে আবার কেমনে মারবেন!”

আজরাইল ফেরেসতা খুবই ধন্দে পইড়া গেলেন।
মরা মাইনষের জান আবার কবচ কেমনে করবেন!

হেই সময় রশিদ হারুন কইলো,
- “আফনে কষ্ট কইরা যখন আইয়াই পরছেন, তহন নাইলে একটু জিরান, আমি আরেকবার আপনার লাইগ্যা শেষ চেষ্টা করি।"
আজরাইল ফেরেসতা খুবই পেরশানী হইয়া তব্দা খাইয়া অপেক্ষা করতে লাগলো।

তারপর রশিদ হারুন পুকুরে পানিতে অনেকক্ষণ যাবত সাঁতার কাটল।
এহন সাদা কাগজগুলানের দিকে চাইয়া দেখল মইধ্যে মইধ্যে আসমানের মেঘের লাহান লাগতাছে।
সাঁতারাইতে সাঁতারাইতে হুনলো- চারিদিক থেইকা ফজরের আজান শুরু হইছে-
পানির আওয়াজের সাথে সাথে কানে ভাইস্যা আইতাছে
-“আস সালাতু খাইরুম মিনান নাউম....”
রশিদ হারুন ভিজা শরীরে পুকুরের পারেই বইয়াই ফজরের নামাজ পড়ল।
সেইখানে বইয়াই একশতম চেষ্টায় শেষ কবিতাডা লেখল,
মাত্র একটি কতায়।
“খোদা!"

তারপর হেয় আজরাইল ফেরেসতারে ডাইক্যা কইল,
“আমি আবার বাইচ্চা উঠছি। আফনে চাইলে এইবার আমার জানডা লইতে পারেন।
আজরাইল ফেরেসতা অনেকদিন পর আবারও বিষণ্ণ হইয়া একটি জান নিয়া খোদার আরশের দিকে উইড়া যাইতাছেন।
অনেকদিন পর পর উনারও মনডা খারাপ হয় কিছু মানুষের জন্য।
———————————————
রশিদ হারুন
১৯/০৬/২০২০

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২০ দুপুর ২:২৮

নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অকূণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন,

২| ২৩ শে জুন, ২০২০ দুপুর ২:৪০

কল্পদ্রুম বলেছেন: ভালো লেগেছে।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অকূণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন,

৩| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩২

রুদ্র আতিক বলেছেন: অনেক অনেক ভাল লাগলো !

২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অকূণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন,

৪| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:০৩

পদ্মপুকুর বলেছেন: ক্রিয়েটিভ। কিন্তু প্লট টা বেশি 'হাই' হয়ে গেছে।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অকূণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন

৫| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মণোমুগ্ধকর।

২৩ শে জুন, ২০২০ বিকাল ৫:৫৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: অকূণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.