নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার নিজস্ব ঘরে ফেরা হয়না অনেক কাল ধরে,
অথচ আমি প্রতি রাতেই ফিরি!
অথচ ঘরে ফিরিনা!
ফিরি ইট দেওয়ালের পরিচিত সেই পিরামিডে।
আমি বুক বন্ধ করে কোনোমতে পার করি জন্মান্তরের দীর্ঘ রাত।
আমার সাথে রাত পার করে
কিছু তেলাপোকা, মাকড়সা
আর আমারই মতো বিরহী বয়সী একটা টিকটিকি।
-এমন কেনো হয়?
তুমি না থাকলে আমার ইট পাথরে
সাজানো এই ঘরও পিরামিড হয়ে যায়!!
——————————————
রশিদ হারুন
২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে জুন, ২০২০ রাত ৮:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঘরের লোক ঘরে না থাকলে ঘরে ফিরে আনন্দ নেই।
৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:৪৮
আজাদ প্রোডাক্টস বলেছেন: পিরামিড বানানোর খরচ অনেক
৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:১৩
নেওয়াজ আলি বলেছেন: পড়ে ভালো লাগলো।