নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
গলির কালো কুকুরটা
আমাকে দেখলেই ঠিক পিছপিছ ঘুরবেই।
যতক্ষণ হাঁটতে হাঁটতে সিগারেট টানব
অথবা বিদ্যুতের তারের উপর বসা কাকের দিকে তাকিয়ে থাকব,
ততক্ষণই কুকুরটা আমার সাথেই থাকে।
কদিন আগেও কালো কুকুরটার সাথে লাল রঙের একটা মাদী কুকুর ঘুরঘুর করত।
এখন অন্য আরেকটার সাথে দেখি সেই মাদী কুকুরটাকে।
আমি একটু দাঁড়ালেই কুকুরটা আমার স্থির ছায়ার উপর বসে থেকে আমার দিকে তাকিয়ে থাকে,
অথবা আমি কুকুরটার ছায়ার উপর দাঁড়িয়ে থাকি।
প্রতারণায় মানুষ আর কুকুরের ছায়া
রাস্তায় শুধু অদল বদল হয়,
এক সময় ছায়ারাও ভুলে যায়
কে মানুষের
আর
কে কুকুরের।
——————
রশিদ হারুন
০৪/০৭/২০২০
০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
সুস্থ থাকুন
২| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: সুন্দর একটা কবিতা লিখেছেন।
০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
সুস্থ থাকুন
৩| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: আপনাকে একটা কথা বলি- ঢাকা শহরের পথে পথে কুকুরের অভাব নাই। এরা বেশ কষ্টে আছে। এদের খাবারের খুব অভাব। আমি বাইরে গেলে কুকুর দেখলে বিস্কুট রুটি কেক খাওয়াই। এরা খুব আগ্রহ নিয়ে খাওয়ায়।
০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
সুস্থ থাকুন
৪| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রতারনা মনে হয় সৃষ্টিকুলের সব প্রাণীর মধ্যেই আছে। তবে প্রতারিত হলে অন্য প্রানি মানুষের মত বিচলিত হয় না। প্রাণীর কাছে থেকে মানুষ কিছু শিখতে পারে।
০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:১০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
সুস্থ থাকুন
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: আজকাল কিছু মানুষের আচরণ কুকুর হতেও খারাপ।