নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

জায়গা কখনো বদলায় না

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১১


ত্রিশ বছর পর আমি যখন আমার শৈশবের পুরোনো দোতালা বাড়িটির পাশে দাঁড়ালাম
-আশপাশ দিয়ে যারা যাচ্ছেন
কেউই আমাকে চিনল না,
আমিও চিনলাম না কাউকে।
শুধু আমাদের ভাড়া বাড়িটাকে অনেক বয়স্ক ও ক্লান্ত মনে হলো।

আমার জন্ম হয়েছিলো এই বাড়িতেই।
আমি বড় হতে হতে বৃদ্ধ হয়ে যাচ্ছি,
অথচ কী আশ্চর্য একটুও বড় হয়নি বাড়িটা।
সেই দোতালাই রয়ে গেল,
কিন্তু বয়স্ক হয়ে যাচ্ছে আমারই মতো।

হঠাৎ পাশ দিয়ে একজন মানুষ চলে গেলো,
ওনাকে মনে হলো আমারই বয়সী।
আচ্ছা সে তো আমার শৈশবের কোনো বন্ধুও হতে পারে,
আমরা হয়তো পরস্পরের নাম চেহারা ভুলে গেছি।

শুধুমাত্র দোতালার বারান্দার গ্রীলের নীচ দিয়ে একটি তিন-চার বছরের মেয়ে
আর সাথে তার বন্ধু সাদা-কালো একটি বিড়াল অনেকক্ষণ আমাকে দেখল।

আমি ফিরে যাবার সময় যখন গলির শেষ মাথায় চলে এসেছি
তখনই আমার বুকটা ছ্যাত করে উঠলো বাতাসে একটা বিলাপের শব্দে!
বিলাপটি আমার জন্মঘর শৈশবের পুরনো দোতলা বাড়ির নাকি মহল্লার রাস্তার অথবা আমারই বুকের
-আমি বুঝতে পারিনি।

আমার কেন যে মনে হলো
আমি কখনোই বাড়িটি ছেড়ে যাইনি।
আমি একই সাথে অনেক জায়গায় ছিলাম।

আসলে জায়গা কখনো বদলায় না।
একই মানুষ একই সময়ে
নিজেকে বদলিয়ে বদলিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে জায়গায় জায়গায়।
এই বদলানো কেউ কেউ টের পায় জীবনের কোনো একসময়,
-আবার কেউ কেউ টেরই পায়না।
———————————
রশিদ হারুন
০৬/০৭/২০২০

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

২| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:২২

ফেনা বলেছেন: সুন্দর উপস্থাপন। মুগ্ধতা রেখে গেলাম।

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৩| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:২৮

ফেরদাউস আল আমিন বলেছেন: সু্ন্দর স্মৃতি দৃশ্যায়ন

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৪| ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪২

আজাদ প্রোডাক্টস বলেছেন: আহারে কি সুন্দর!

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৫| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৭

এম ডি মুসা বলেছেন: চমত্কার ভালো লাগছে

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৬| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:২৩

পদ্মপুকুর বলেছেন: আহা স্মৃতিকাতরতা! মুগ্ধ অনুভুতি। আপনি বলেছেন কবিতায়, আমি গদ্যে...। লেখায় প্লাস

০৭ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৭| ০৭ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার।

০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৮| ০৭ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই বদলানো যেন সবাই টের পায় সেই কামনা করছি। টের পাওয়ার দরকার আছে।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

৯| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: শেষের লাইনগুলি চমৎকার হয়েছে, ভাল লাগা রইলো।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.