নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

ভাতই আমার মোনাজাত

২০ শে জুলাই, ২০২০ রাত ১১:০০


আমি জন্ম থাইক্যাই
ভাত কথাডা খুব গোপনে বুকের মইধ্যে পালতাছি।

একদিন রাজার চৌকিদার আমার বুকের ভিতরে হাত হান্দায়া দিয়া দেখতে চাইছিল বুক পিঞ্জিরায় কোনো দাবিদাওয়া- বিপ্লব পালতাছি কিনা?
তার হাত ময়লা অইছিলো আমার বুকের ভিতরে!
বিশ্বাস করেন,
তার পুরা হাতে শুধু ভাত কথাডা আঠার লাহান লাইগা গেছিল,
ঘেন্নায় আর রাগে তার পুরা শরীল কুকড়াইয়া গ্যাছিলো তারই নোংরা হাত দেইখ্যা।
আমারে ধরার আগেই দৌড়াইয়া পলাইছি।
তারপর থেইক্যা উন্নিশ বছর ধইরা
আমি লুকাইয়া আছি জঙ্গলে।

আমি অবাক হইয়া দেখলাম, জঙ্গলে
‌অনেক মানুষ লুকা‌ইয়া আছে আমার লাহান।
আমার মতন হগ্গলে হেগো বুকে ভাত কথাডা পালতাছে।

ভাত কথাডা দিনদিন
আমার বুকের সব কথা খাইয়া আরো তাগড়া হইতাছে।
অহন আমার বুকে কোনো খোদার ভয়ের কথা নাই,
আমার বুকে মহামাইন্য রাজা বাদশার ভয়ের কোনো কথা নাই,
নাই এইটুকুন সম্মানের কথা যথাযথ কর্তৃপক্ষের লাইগ্যা।

আমি দিনরাত টের পাই একটাই কথা
একটাই শক্তি, একটাই মোনাজাত,
বুকের ভিতরে শুধুই ভাতের কথা।
ভাতই আমার মোনাজাত,
ভাতই আমার খোদা
ভাতই আমার রাজা বাদশা
ভাতই আমার যথাযথ কর্তৃপক্ষের ।

ভাতের ভয়ের গল্পটা এবার বলি আপনাগো।
আমার বাপ আমাগো দুইবেলা ঠিকমতো ভাত জোগাইতে পারতো না।
হেই কষ্টে একদিন হেয় রাইতের বেলা গান বানছিলো,
ভাতের কষ্টের গান।
কত্তোবড় বেকুব আছিলো,
রাজদরবারের রাস্তার পাশে বইস্যা ভাত লইয়া গান বানধে।
রাজার চৌকিদার তারে ধইরা সে‌ই যে যথাযত কতৃপক্ষের কাছে লইয়া গেলো,
আমার বাপ আর কোনদিন ফিরে নাই।

তারপর থে‌ইক্ক্যা আমি মুখ দিয়া আর কোনদিন ভাত কথাডা বলিনা,
শুধু বুকে পালি গোপনে ভাত কথাডা।
ভাতই আমার মোনাজাত,
ভাতই আমার খোদা
ভাতই আমার রাজা বাদশা
ভাতই আমার যথাযথ কতৃপক্ষ।

জংঙ্গলের লুকানো সব মানুষ আমার মতো একই স্বপ্ন দেখে
মান্যবর মহারাজা একদিন বলবেন,
-“ফরমান জারী করা হলো,
আজ থেকে আজীবন রাজদরবার পক্ষে সব প্রজার চুলায় তাদের ক্ষিধার সমান গরম ভাতের ব্যবস্থা করা হবে”।
————————
রশিদ হারুন
২০/০৭/২০২০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার। আঞ্চলিক শব্দ ব্যবহার করাতে কবিতা বেশ ভালো লেগেছে।

২১ শে জুলাই, ২০২০ রাত ১২:০৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইল

২| ২০ শে জুলাই, ২০২০ রাত ১১:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই সকল জনগন জখন ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে, তখন এর একটা স্থায়ী সমাধান হয়ে যাবে।

২১ শে জুলাই, ২০২০ রাত ১২:০৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইল

৩| ২১ শে জুলাই, ২০২০ রাত ১:১৬

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার।

২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.