নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যূ ভাবনা

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪০


কোট টাই পড়ে সকালে অফিসে যাবার জন্য শেষবারের মত আয়নায় তাকাতেই;
আমার নিজেরই অন্তিম মৃতদেহ ভেসে উঠলো চোখে।
অফিসের বদলে গাড়ি ঘুরিয়ে চলে গেলাম আজিমপুর কবরস্থানে,
সেখানে গিয়েই পেলাম অচেনা একজনের জানাযা।
দাঁড়িয়ে পড়লাম জানাজায়,
দীর্ঘ মোনাজাতে তার জন্য কাঁদলাম কিছুক্ষণ।
মৃতের কেউ একজন জানতে চাইলো,
মৃত মানুষটি আমার কেমন পরিচিত ছিলেন,
আমি জানালাম আমি কখনো মানুষটিকে দেখিনি,
আজই দেখবো।
আশ্চর্য হলেন তিনি।
মুখ থেকে কাফনের কাপড় সরিয়ে মৃতের অপরিচিত মুখটা দেখিয়ে দিলেন তিনি।
ঠিক আয়নায় দেখা আমার অন্তিম মৃতদেহের মতই তার মুখ!

সবা‌ই চলে যাবার পর আমি একা একা অনেকক্ষণ সেই কবরের পাশে বসে রইলাম
-মৃত মানুষটিকে সংঙ্গ দেওয়ার জন্য।

আজকাল আর অফিসে যাইনা,
সকাল সকাল ঘর থেকে বের হয়ে শহরের সব কবরস্থান ঘুরে বেড়াই।

এক একদিন এক একজনের জন্য কাঁদি,
তারপর তাকে সংঙ্গ দেই দিনভর।
গল্প করি সারাজীবনের পাওয়া না পাওয়ার খুচরো ইতিহাসের,
সুখ-দুঃখের মিলে মিশে থাকার সংগ্রাম।

আসলে আমি নিজেকে শুনাই নিজের গল্প,
একাকীত্ব আমার জন্মগত রোগ,
তাই কবরে পাশে বসে থাকি,
বসে থাকি নিজেরই সাথে।

সূর্য ডুবে গেলেই ঘরে ফিরি।
ফিরেই আয়নায় তাকালে সেই মৃত মানুষটির মুখ ভেসে উঠে,
যার সাথে সারাদিন কাটিয়েছি,
আমার সাথেই মিলে যায় তাদের চেহারা সবসময়।

অচেনা মৃত মানুষের জন্য আমার দীর্ঘ মোনাজাত আসলে আমার নিজের জন্য,
শুধু আমার আসন্ন মৃত্যূতে আমারই মতো নিঃসংগ কেউ যেনো আমার কবরের পাশে বসে আমাকে সংঙ্গ দেয়,
অন্ততঃ একদিন,
সেদিন থেকে হয়তো আমি আর একাকীত্বে ভুগবো না।

—————————
রশিদ হারুন
০৫/০৮/২০২০

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: মৃত্যু নিয়ে না ভাবাই ভালো। ভাবতে গেলে সমস্যা। দুনিয়াদারি তখন ভালো লাগবে না। মন থেকে আনন্দ উঠে যাবে।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: মর্মস্পর্শী লেখা!
একাকীত্ববোধ একটি মানসিক অবস্থা। একে কাটিয়ে ওঠার উপায় আছে। যা করতে ভাল লাগে, তাই করতে থাকুন। প্রিয়জনদের সাথে বেশি করে কথা বলুন। প্রিয়জন কেউ না থাকলে অপরিচিত কোন আলাপী ব্যক্তি পেলে তার সাথে কথা বলুন। সেলফোনে ছবি তুলুন। ডায়েরী লিখুন।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার লেখা বেশ ভালো লেখা, আপনার পোস্টে বেশ কিছুদিন আগে একবার মন্তব্য করেছিলাম উত্তর না পেয়ে আর মন্তব্য করিনি। আপনি ব্লগে নিয়মিত হোক আর অনিয়মিত লিখুন। ব্লগারদের পোস্ট পড়ুন তাদের পোস্টে মন্তব্য করুন, আপনার পোস্টে দেয়া মন্তব্য গুলোর উত্তর দিন।

আপনার লেখাগুলো যদি আপনার ভাবনা চিন্তার লেখা হয়ে থাকে তাহলে ভালো, আর তারচেয়েও যদি বেশী বা ভিন্ন কিছু হয়ে থাকে তাহলে সমস্যা - আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। সমস্যা পোষে রাখবেন না।

লেখা খুব ভালো হয়েছে। শুভ কামনা রইলো।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইল

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: দুঃখিত আর হবেনা। ক্ষমা করবেন

৪| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মৃত্যুভা্বনা আমাকে সবসময়
কষ্ট দেয় !! কি জন্য আসছিলাম
ধরায় আর কি নিয়ে যাবো? তার
কোন কূল কিনারা করতে পারিনাই
আজো!! এত মায়া, মোহ কেন?

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.