নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
তুমি চলে যাওয়াতে আমার নিজস্ব কোন সমস্যা হয়নি একদম,
একবারের জন্যও সমস্যা হয়নি।
বিশ্বাস করো,
আমি কিন্তু সত্যি বলছি।
খাই দাই,সারাদিন অফিস করি,
বন্ধুদের সাথে আড্ডা দেই
তারপর, তারপর;
রাত করে বাড়ি ফিরি।
শুধু রাতের ঘুম ঘুমোতে দেয়না আলমারিতে তোমার ইচ্ছে করে ফেলে যাওয়া
- কিছু অদরকারী পুরোনো শাড়ি,
বেশি ব্যবহ্নত রং মলিন হয়ে যাওয়া
তোমার ব্রা, পেন্টি, দু’ একটা ভাঙা লিপস্টিক, প্রায় শূন্য তোমার প্রিয় একটা বডিস্প্রের বোতল,
আর না খোলা এক প্যাকেট কনডম।
আমার মাথায় ভিতরে যন্ত্রণা হয়
শুধু এইসব ফেলে যাওয়া জিনিষের কষ্টের কথা ভেবে ভেবে।
তাইতো ঘুমোতে পারিনা একদম সারারাত,
অঘুমে ছটফট করি রাতভর।
আহারে,
হঠাৎ করেই একদম বেওয়ারিশ হয়ে গেলো তারা।
যদি কখনো তোমার সময় হয়,
দয়া করে এদের নিয়ে যেও তোমারই কাছে।
বেচারারা অনেক মনঃকষ্টে ভুগছে।
-বিশ্বাস করো,
আমার নিজস্ব কোন মনঃকষ্ট আর হাহাকার নেই -
তবুও এরা সবাই মিলে ষড়যন্ত্র করে,
-রাতে শুধু আমাকে জাগিয়ে রাখে,
ঘুমোতে দেয়না তুমি চলে যাবার পর থেকেই!
————————————————-
র শি দ হা রু ন
১৪/০৮/২০২০
১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
অনেক ভালো থাকুন
২| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
প্রেক্ষা বলেছেন: এত কষ্ট!!!
চলুন কষ্টকে বাক্সবন্দি করে নদীতে ভাসিয়ে দেই।
১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
অনেক ভালো থাকুন
৩| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৫
নেওয়াজ আলি বলেছেন: যে চলে যায় তার ভালোবাসা প্রশ্নবোদক। জ্বলে যাক পুড়ে যাক সে।
১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
অনেক ভালো থাকুন
৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: আজকাল খুব ধারালো কবিতা লিখছেন!!
১৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
অনেক ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯
শাহিন-৯৯ বলেছেন:
অদরকারী জিনিসগুলো পুড়িয়ে ফেলুন, দেখবেন যেটুকু কষ্ট আছে সেটুকুও আর থাকবে না।