নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
হঠাৎ হঠাৎ মনে হয়
আমার পেছন দিয়ে কে যেনো চলে গেলো চুপিচুপি;
না বলে, একদমই না বলে,
অথচ আমি জানলামই না।
পেছনে ফিরে তাকালেই আমি আর কাউকেই দেখিনা কখনো!
শুধু একটি হলুদ পালক পড়ে থাকে মাটিতে সবসময়,
তোমারই নিঃশ্বাসের পরিচিত সেই গন্ধটা মেখে।
তুমি দেখো,
একদিন সেই হলুদ পালকের সাথে উড়তে উড়তে
-আমি সন্ন্যাসী হয়ে যাবো তোমারই মতো।
—————————
র শি দ হা রু ন
১৪/০৮/২০২০
১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা
২| ১৬ ই আগস্ট, ২০২০ ভোর ৬:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ তো কল্পনায় উড়াল দিন দেশ থেকে দেশান্তরে।
১৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা
৩| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৬
এস সুলতানা বলেছেন: মনে হচ্ছে কবিতাটি আরো কোথায় যেন পড়েছি? আপনার ফেদবুক ওয়ালে পড়েছি কি? আপনার ফেসবুক এইডি ঠিকানাটা দেঈয়া যাবে কি?
২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামন
https://www.facebook.com/public/G-M-Harun-Or-Rashid
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।