নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

জলে ভাসছি একলা ঘরের এক কোণে

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫১



আজরাইল ফেরেশতা মাঝেমধ্যে হুটহাট ঘরের ভিতরে এসে ঢুকেন আর
লজ্জায় পড়েন বারবার।
উনার শরীর জলে ভিজে যায়,
ঘরের ভিতরে এক কোমড় জলে দাঁড়িয়ে হতাশ হয়ে তিনি আমার দিকে তাকান।

ম্যাপললিফ পাতার মতো ঝরে পড়ে মরে গেছি কবে, কেউ জানেনা।
সারা শরীর হলুদ রঙ হয়ে জলে ভাসছি একলা ঘরের এক কোণে;
আজরাইল ফেরেশতাও টের পায়নি,
তাই ভুল করে প্রায়ই চলে আসেন তিনি আমার জলে ডুবা ঘরে।

এজমা রোগীর মতো নিঃসঙ্গ ঘরের বুকের জলের উঠানামার শব্দ টের পান শুধু তিনি।
শেষ টিকটিকিটিও একাকীত্বের ভয়ে ঘর ছেড়েছে সেই কবে,
ঘরে একটি জীবন্ত প্রান খুঁজে খুঁজে পেরেশান হন বারবার।
কার জান নিবেন তিনি,
খুব কষ্টে পড়ে যান প্রতিবার।

আমি শুধু আজরাইল ফেরেশতার জন্য মন খারাপ করি প্রতিবার,
আহারে....
খোদার কাছে কী জবাব দিবেন তিনি!
————————————————
র শি দ হা রু ন
০২/০৯/২০২০

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

আমি সাজিদ বলেছেন: এই সন্ধ্যায় এক সহব্লগারের দেওয়া ওস্তাদ ভিলায়াত খানের রাগ ভৈরবী শুনছি আর এমন সময় আপনার কবিতাটা চোখে পড়ল !

উফ !

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: আজরাই এলে ভয় পাওয়া রকিছু নাই। তাকে চা নাস্তা খাইয়ে দিবেন। হাতে কিছু টাকা ধরিয়ে দিবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

মা.হাসান বলেছেন: অসাধারণ লিখেছেন। স্যালুট।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.