নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

যাযাবর

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:১১


আমাদের দেখা হবার কথা ছিলো যে সব পথে পথে
সে সব পথে পথে দিন রাত্রি নষ্ট ল্যাম্পপোস্টের
নিচে কুঁজো হয়ে বসে থাকে কিছু ভুল কষ্ট।
কিছু বোকা অভিমান অলস ভাবে ল্যাম্পপোস্টগুলোর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পাহারা দেয় সেই সকল কষ্টকে,
তারা যেনো পালাতে না পারে।

আমাদের দেখা হবার কথা ছিলো যে সব পথে
সে সব পথে পথে রঙেবেরঙের মিথ্যা আর বিষাদের বেলুন উড়ে বাতাসে।
সেই সব পথে আমাদের দেখা হয়ে যায় ‌অবিশ্বাস আর অহং এর ভদ্র মুখোশের সাথে।
দেখা হয়ে যায়
দীর্ঘশ্বাস আর দীর্ঘঅপেক্ষার মিছিলের সাথে।
দেখা হয়ে যায়
এক পলাতাক আকাশ আর শিকলে পরা দূর্বা ঘাসের আর্তনাদের সাথে।
দেখা হয়ে যায়
কিছু মলিন ধুলো আর মরা রোদের বিষাদের সাথে।

ঈশ্বরকে স্বাক্ষী রেখে
এভাবেই পৃথিবীর সব কানাগলির আস্তর উঠা দেওয়ালের দুই পারে দাঁড়িয়ে
আমরা আমরা পরস্পরকে দোষারোপ করি।

সবচেয়ে কাছাকাছি থেকেও
আমাদের পরস্পরের দেখা হয়না আর কখনও।
এভাবেই অভিশাপে অভিশাপে চলে যায় আমাদের দিনকাল,
তবুও আমরা ভালোবাসাহীন যাযাবর হয়ে
অদ্ভুত এক মায়ার পাখায় উড়ি সারাজীবন।
———————————
র শি দ হা রু ন
১৯/০২/২০২১

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.