নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কষ্টে আছে আইজুদ্দিন

০৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৪


একা একা হাঁটতে হাঁটতে
রাত প্রায় দশটার দিকে
টি.এস.সির মোড়ে দাঁড়িয়ে
সিগারেটে আগুন ধরাতে গিয়ে
দেয়াশলাইয়ের জ্বলন্ত কাঠির সেই অল্প আলোতেই একঝলক চোখ ঘুরে এলো
দেওয়ালের গায়ে কালো কালির লেখায়-
“কষ্টে আছে আইজুদ্দিন”।

আমি জ্বলন্ত সিগারেটে টান দিতে ভুলে গিয়ে
‌অবাক হয়ে ভাবছি,
কে এই আইজুদ্দিন?
কোন কষ্টে আছেন তিনি?
ক্ষিধার কষ্ট?
অর্থ কষ্ট?
বেকারত্বের কষ্ট?
বোবা হয়ে থাকার কষ্ট?
নাকি আপনজনহীনতার কষ্ট?
অথবা তিনি একজন কষ্টের শিল্পী!

আইজুদ্দিন নামের মানুষটির কষ্টের কথা ভাবতে ভাবতে
আমার সিগারেটের আগুনই নিভে গেলো।

সেই পোড়া সিগারেটে নতুন করে আগুন ধরাতে ধরাতে মনে পড়লো
-আমিও অনেক কষ্টে আছি,
আজ তোমার বিয়ে।
———————
র শি দ হা রু ন
০৬/০৩/২০২১

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:০১

রেজাউল করিম সাগর বলেছেন: মনে হচ্ছিলো আইজুদ্দীনের কষ্টের ফোয়ারাটা সামগ্রিক কষ্টের কিংবা অসহায়ত্বের দিকে যাবে। শেষমেষ নিতান্তই ব্যাক্তিগত হয়ে উঠলো। বাক্তিগতই আসলে সামগ্রিক।
ভালো লেগেছে লেখাটা । শুভেচ্ছা

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০০

নেওয়াজ আলি বলেছেন: মনোরম উপস্থাপন

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৯:০৫

কল্পদ্রুম বলেছেন: ইউটিউবে নব্বই দশকের পরিচিত ''কষ্টে আছে আইজুদ্দিন" দেওয়াল লিখনের শিল্পীকে দেখেছিলাম। অন্তত শিল্পী সেরকমই দাবি করলেন। উনি রিকশা পেইন্ট করতেন। শিল্পীরও সম্ভবত ছ্যাঁকা খাওয়ার ইতিহাস ছিলো যতদূর মনে পড়ে।

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.