নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
এক বিকেলে গুলিস্থানে দাঁড়িয়ে আছি আমি
না গুনতে পারা অসংখ্য মানুষের মিছিলে,
অথচ বুকের ভিতর টের পাই
আমি একা
একেবারে একা!
আমার রক্ত বোধহয় জন্ম থেকেই পালছে একাকীত্বের এক মাদক নেশা,
তা না হলে আমাকে জন্ম দিয়েই মা আমার মারা যেতেন না!
সূর্য্য ডুবলেই উড়তে যাওয়া বিষণ্ণতা
শক্ত সামর্থ্য হয়ে
আবারো ফিরে আসে আমার বুকের ঘরে।
আমি অজান্তেই বুকে পালছি বিষণ্নতার এক বিশ্রামের বাড়ি!
তাইতো সারাদিন রাত্রিতে আমার মন খারাপ থাকে অযথাই।
সন্ধ্যা রাতে গলির মোড়ে পরিচিত চায়ের আড্ডায়
বসে যাই বন্ধুদের সাথে।
আকাশের দিকে তাকিয়ে দেখি নিঃসঙ্গ এক চাঁদ,
আর মাটিতে চোখ নামাতেই পাই মানুষের ভীড়ে লুকিয়ে থাকা একটি নিঃসঙ্গ ছায়া।
কি এক অদ্ভুত মিল আমাদের দু’জনের।
গভীর রাতে চারিদিকে সবাই ঘুমিয়ে পড়লে
আমার নিঃসঙ্গ ছায়া
পৃথিবীর প্রাচীনতম নিঃসঙ্গ একই চাঁদের মায়াবী আলোতে মাখামাখি হয়ে ,
নিঃশব্দে হেঁটে হেঁটে
প্রতিবার বাড়ি ফিরে
আমারই পথ ধরে।
--------------------
র শি দ হা রু ন
২৪/০৩/২০২১
২৪ শে মার্চ, ২০২১ রাত ১০:৫০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৬
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন।
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৯
করুণাধারা বলেছেন: আপনি চমৎকার কবিতা লেখেন। মাঝে মধ্যে যখন আপনার কবিতা পড়ি সাথে সাথে লাইক দেই।
৩০ শে মার্চ, ২০২১ রাত ১০:০৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১০:২৯
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা !!
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৭
রানার ব্লগ বলেছেন: রাত হলে আমি কুকুর হয়ে যাই
নেকড়ে কিংবা এলসেসিয়ান নয়
দেশি ঘেয় কুকুর
আমারি চিৎকার প্রতিধ্বনী হয়ে
ফিরে আসে আমারি কর্নগহ্বরে
বুক ফাটিয়ে চিৎকার করি
ছুটে যাই আধার ফুরে
আঁচড়ে খামচে ক্ষত বিক্ষত
অদৃশ্য শত্রুরে
রাত হলে আমি কুকুর হয়ে যাই
পালিত নয় বন্য কুকুর।
০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৪৭
নান্দনিক নন্দিনী বলেছেন: তুষারাবৃত পর্বতশৃঙ্গের মতো বিষন্নণ সুন্দর কবিতা!