নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মনোলীনা
আমার মহল্লার সীমানায় কারাগারের মতো উঁচু দেওয়ালের ভিতরে অদৃশ্য শিকলে আটকানো একজোড়া পা সুযোগ খুঁজছে,
শেষবারের মতো একটি সুযোগ।
চারিদিকে তোমার সশস্ত্র পাহারাদার চুরি করা শকুনের চোখ নিয়ে দিনরাত্রি তাকিয়ে থাকে সেই পা দুটির দিকে।
এই পা জোড়া যদি এক্ষুনি ছুটে যায় তোমার মহল্লায়-তোমারই বাড়ির পথে
তারা ভেঙে দেবে সেই পা
তাদের হিংসায় ভরা পারমাণবিক অস্ত্রের ভয়ংকর আঘাতে।
অভিমানে ভরা একটি বিপ্লবী বুকে
ভারী তালা ঝুলানো,
বুকটা কষ্ট পাচ্ছে।
তোমার ভাড়া করা সশস্ত্র পাহারাদারের নষ্ট অহমিকার একে-৪৭ রাইফেলের নল সবসময় সেই বুক বরাবর তাক করা,
সেই বুকের দরজা খুলে কখনো যেনো কোন অভিমান
উড়ে যেতে না পারে তোমার বাড়ির আকাশে।
তখনই তারা গুলি করে ঝাঁঝরা করে দিবে সেই অভিমান ভরা বুক।
যে দুটি চোখের ভিতর লুকিয়ে থাকে মায়া মাখা কিছু সাদা বক,
সেই চোখ দুটি কালো কাপড়ে ঢেকে দেওয়া ফাঁসির আসামীদের মতো করে।
তোমার বাড়ির পথ যেনো চিনতে না পারে সেই সব সাদা বক,
তাই সাদা বকগুলো চোখেই স্বপ্ন হয়ে উড়ে আর উড়ে।
মনোলীনা
সেই শিকলে আটকানো পা জোঁড়া
ভারী তালা ঝুলানো সেই বিপ্লবী বুক
আর কালো কাপড়ে ঢেকে দেওয়া চোখ দুটি
আমার-শধুই আমার।
ঈশ্বরের দোহাই
তারা যাদু জানে,
যাদু!
জুয়েল আইচের যাদু,
হেলাল হাফিজের যাদু,
পি সি সরকারের যাদু,
নির্মলেন্দু গুণের যাদু।
কারাগারের মতো উঁচু দেওয়ালের ভিতরে আটকে থেকেও
তারা মূহুর্তেই ছুটে যায় তোমার বাড়ির পথে।
তোমার ঘরে ঢুকে অধিকার নেয়
প্রতিটি ইঞ্চিতে,
এমনকি তোমার অহংকারী শরীরেও।
মনোলীনা
তোমার বাড়ির পথে পথে,
ঘরের দেওয়ালে দেওয়ালে
আর তোমার শরীরের প্রতিটি লোমকুপে
তাই আমি লিখে দেই আমার বুকের বিপ্লবী চিঠি
“আমাকে যদি আরেকবার প্রত্যাখ্যান করো,
তবে পৃথিবীর সব অভিধান থেকে চিরতরে মুছে দিবো
ভালোবাসা আর অভিমান শব্দ দুটি”
-------------
র শি দ হা রু ন
৩০/০৩/২০২১
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৩:১৫
রাজীব নুর বলেছেন: পৃথিবীর সমস্ত মনোলীনা'রা ভালো থাকুক।