নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কদমফুল ও বিরহকাল

১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৩১


আজকাল প্রায়ই
ঘুম–অঘুমের মাঝে একটা বিশাল স্টিমার নদীর জলকে দুভাগ করে চলে যায়
বিকট হর্ণ বাজাতে বাজাতে।
নদীকে দুভাগ করে চলে যাওয়া স্টিমারকে মনে হয় 'তুমি'
আর নদীর জলকে মনে হয় 'আমার বুক'!
আমি কষ্টে কেঁদে ফেলি ঘুমের মাঝেই,
ঘুম ভেঙে যায় আমার
ঘুম ভেঙে যায়,
আমি ভয় পাই
ভয়ে দিশেহারা হয়ে যাই।
এই নদীর জলের স্রোতে না জানি
আমার বুকের দু’কুল ভেঙে যায়?
ঘুম ভাঙলে বুকটা হাহাকারের গরম জলে জ্বলে যায়।
তখনই হঠাৎ করে কোথ্থেকে যেনো এক দুঃখী মেঘের চিৎকারের সাথে ঝুম বৃষ্টি শুরু হয় আকাশে বাতাসে!
আমার ঘরের বন্ধ দরজা জানালা পার হয়ে বেহায়া বৃষ্টির জল আমার ঘরে ঢুকে পড়ে!
সেই জল থেকে কদম ফুলের পাগলা গন্ধ পুরো ঘরে উড়তে থাকে,
সাথে উড়ে তোমার শরীরের কামনার গন্ধ।!
কসম তোমার,
কদম ফুলের সেই গন্ধে আমার মাথা কেমন যেনো পাগলা পাগলা লাগে,
আর তোমার শরীরের কামনার গন্ধে আমার শরীর আচমকা আবোল তাবোল হয়ে যায়।
তুমি দেখোনা?
আজকাল কিচ্ছুই দেখোনা!
আষাঢ় চলে যাচ্ছে আমার পৃথিবী ভিঁজিয়ে,
অথচ তোমার কোন খবর নেই বিশদিন ধরে!
কোন চিঠি নেই তোমার!
আহ্
ফোন ও বন্ধ!
কি হলো তোমার?
আমি কি আসবো তোমার বাড়ি
আষাঢ়ের কদম ফুল সাথে নিয়ে?
-----------------
র শি দ হা রু ন
১০/০৬/২০২১

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার আষাঢ় বন্দনা কবি দা

১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৫৪

হাবিব বলেছেন: সুন্দর কবিতা

১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৩১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.