নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আয় ঘুম আয়

২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২২


এই শহরেই তোমার থাকার কথা ছিল;
অথচ কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়া তুমি দিব্যি হারিয়ে গেলে!
শত বিজ্ঞপ্তিতেও এই শহরের কেউ আমাকে জানাতে পারেনি তোমার ঠিকানা।
তাইতো এই শহরে এখন
রাত হলেই আমার দু’চোখের পুকুরে একটা বিশাল অঘুম সাঁতার কাটে,
আর সেই পুকুরের দু’পারে অজস্র ঘুম দর্শকের মতো বসে বসে সেই সাঁতার দেখে।
সকাল হতে হতেই
দু’চোখের পুকুরের জল বাড়তে বাড়তে উপচে পড়ে পুকুরের দু’পারে,
বসে থাকা আমার ক্লান্ত ঘুমগুলো
হঠাৎদিগ্বিদিক ছুটে পালায় শহরের অলিগলিতে তোমার খোঁজে।
কেউ জানেনা
জানে শুধু আমার দু’চোখ,
দিনরাত অঘুমে ‌অঘুমে
আমার দু’চোখের পুকুরে মনমরা এক আকাশের ছায়া ডুবে আর ভাসে।
অঘুমে ‌অঘুমে আমার দু’চোখে অন্ধ জোনাকি ছটফট করে।
অঘুমে ‌অঘুমে আমার দু’চোখে কান্না পুড়ে পুড়ে
এই শহরের বাতাসে বিষাদের ধোঁয়া উড়ে।
তাইত আজকাল রাত হলেই করুন সুরে ডাকি
“আয় ঘুম আয়,
আয় ঘুম আয়”।
——————
র শি দ হা রু ন
২৫/১০/২০২১

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:২৭

জুল ভার্ন বলেছেন: বাহ! চমতকার বাব্যিক লেখা!!! +

২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩১

ইসিয়াক বলেছেন: ঘুম নামুক চোখে।
কবিতায় ভালো লাগা।

২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১১:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: দিব্যি হারিয়ে গেছে!
ভালো লিখেছেন।

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৮

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: কবিতাটা মন ছুঁয়ে গেলো।

২৬ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.