নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
রাতে খাবার টেবিলে বসে পাশের খালি চেয়ারটার দিকে তাকিয়ে
আজ হঠাৎ করেই মনে হলো,
কারো কি আজ আমার সাথে বসে খাবার কথা ছিল?
ভুলে গেছি,
বিলকুল ভুলে গেছি সেই মানুষটার কথা!
সারারাত খাবার সামনে নিয়ে বসে থাকলাম
কেউইতো এলো না!
একটা সময় ছিল
যত রাত করেই বাড়ি ফিরতাম,
দেখতাম বাবা না খেয়ে বসে আছেন
অথচ ডাইনিং টেবিলে সব খাবার ঢাকা পড়ে আছে।
বাবা মারা যাবার পর
দিব্যি রাতের পর রাত
আমি একা একা খাবার খেয়ে যাচ্ছি,
বিলকুল ভুলে গেছি মানুষটার কথা!
সতের বছর যাবত বাবার চেয়ারটার দিকে তাকিয়ে দেখিনি ঠিকমতো!
বুঝতেও পারিনি,
চেয়ারটাও বাবার অপেক্ষায় পড়ে আছে।
আজকাল আর রাতের খাবার খেতে পারিনা,
মনের ভেতর এক হাহাকার ওড়াউড়ি করে রাত হলেই-
বাবা আমার সাথে খাবেন বলে
না খেয়ে বসে আছেন সারারাত;
অথচ আমি উনাকে ডাকলামই না।
মনস্তাপের হাহাকারে
আমি এখন রাতের খাবার ছুঁয়েও দেখিনা,
অথচ সামনে খাবার নিয়ে বসে অপেক্ষায় থাকি সারারাত
বিলকুল ভুলে যাওয়া একজনের জন্য।
—————————————
র শি দ হা রু ন
০২/১২/২০২১
০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আল্লাহ আপনার বা্বাকে যেনো বেহস্ত নসীব করেন। আমিন
২| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।
০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা
আল্লাহ তাকে জান্নাতে রাখুন
০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৩
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমিন
৪| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।
০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা নিবেন
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: গত বছর এই ডিসেম্বর মাসে ১১ তারিখ আমার বাবা মারা যায় করোনায়। ভীষন কষ্ট হয় আমার বাবার কথা মনে হলে।