নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আমার কখনই অসংসারী হওয়া হবে না

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৫


আমার মাথার ভেতর প্রচণ্ড রাগ।
রাগ উঠলেই সংসারের সব ছেড়ে দিয়ে
অসংসারী সেজে ঘর থেকে বের হয়ে যাই।

আমার রাগ সম্পর্কে যাদের ধারণা নেই
তারা না বুঝে অল্পতেই আমাকে রাগিয়ে দেয়!
রেগে গেলে আমার কোনো কাণ্ডজ্ঞানই থাকে না!
রাগ মাথায় নিয়ে এক কাপড়েই ঘর থেকে বের হয়ে যাই।
মনে মনে প্রতিজ্ঞা করি,
ফিরবো না আর কখনই এই সংসারে।
প্রয়োজনে পাহাড় জঙ্গলে থাকবো,
সর্বনাশ করে ছাড়বো এই সমাজ সংসারের।

চারতলা থেকে সিঁড়ি দিয়ে তাড়াহুড়া নামতে নামতে আজেবাজে সব কথা মনে পড়ে যায়,
-সকালে বারান্দায় শুকাতে দেওয়া কাপড়গুলো এখনো ঝুলছে,
বৃষ্টি আসলে হয়তো ভিজে যাবে।

-আজ সকালের চা’টা ঠাণ্ডা ছিল,
আরেক কাপ গরম চা খেয়ে ঘর থেকে বের হলে ভালো হতো!

প্রতিদিন বিকালে যে চড়ুইটা জানালায় আমাকে খুঁজে,
আমাকে না দেখলে তার ভীষণ মন খারাপ হবে।

-কাল রাতে যে উপন্যাসটা পড়া শুরু করেছি সেটাতো এখনো শেষ হয়নি!

রাগের মাথায় নীচতলার সিঁড়ির কাছাকাছি পৌঁছাতেই পারি না কখনো
তার আগেই মনে হয় এবার না হয় থাক,
পরের বার না হয় যাবো।

আমার রাগ সম্পর্কে যাদের ধারণা নেই
তাদেরকে বলছি,
পরের বার রাগ উঠলে নির্ঘাত সংসার ছেড়ে দিয়ে
আমি একেবারে অসংসারী হয়ে যাবো।
————————————
র শি দ হা রু ন
০৫/১২/২০২১

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.