নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
হঠাৎ হঠাৎ পথেঘাটে
বন্ধু শাহেদের সাথে দেখা হয়ে যায়।
যখনই দেখা হয় কিছু বলার আগেই শাহেদ অসম্ভব ব্যস্ততার ভান করে বলে,
“তুই একটু দাঁড়া,
আমি রাস্তার ওপারের লোকটাকে বিদায় করে এক্ষুণি আসছি,
তোর সাথে অনেক গল্প আছে।"
শাহেদ আমাকে যেখানে রেখে গিয়েছিল ঠিক একই জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে
আমি শাহেদের ‘গল্পের’ জন্য অপেক্ষা করি।
শাহেদ আর আসেনা
আমার ফোনও ধরে না।
আমার ষষ্ঠ অনুভূতি বারবার জানান দেয় -শাহেদ আজ আর আসবেনা,
তবুও কোন এক “না শোনা গল্পের” আশায় ঠায় দাঁড়িয়ে
আমি কেন যে শাহেদের অপেক্ষা করি?
আমি জানিনা!
সত্যিই জানিনা!
অনেক রাত করে বাড়ি ফিরতে ফিরতে
প্রতিবারই প্রতিজ্ঞা করি,
এরপর শাহেদের সাথে দেখা হলে
রাস্তার ওপারের লোকটিকে বিদায় দিতে
আমি নিজেই শাহেদের সাথে যাবো।
অথবা, আমিই আজ শাহেদকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে কোন এক ছুতোয় চলে যাবো অন্য কোথাও;
সেদিন আমি আর ফিরবো না,
তারপর থেকে শাহেদের ফোনও ধরবো না সেদিন।
আমি পারি না
হয়তো সারাজীবন কখনোই পারবোনা!
আমি আজকাল টের পাই বুকের ভিতর
বন্ধু শাহেদকে আমার অপেক্ষায় রাস্তায় দাঁড় করিয়ে রেখে
আমি এই এক জীবনে
অন্য কোথাও যেতে পারবো না ।
——————————
র শি দ হা রু ন
০৮/১২/২০২১
১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ
২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬
রানার ব্লগ বলেছেন: শাহেদ ভাই কে আমার শুভেচ্ছা জানাবেন
১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
কল্পদ্রুম বলেছেন: ভালো লাগলো।
১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬
সাজিদ! বলেছেন: ভালো লেগেছে খুব।
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।