নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

স্বজনদের জন্য খোলা চিঠি

২১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০২


একজন গোরখোদক আমাকে একদিন বলেছিলেন,
পুর্ণিমার রাতে কবরের মাটিতে
চাঁদের রূপালী আলো কান্নার জলের মতন ঝরতে থাকে সারারাত!
এই সৌন্দর্য পৃথিবীর শ্রেষ্টতম সৌন্দর্য,
এই কান্না পৃথিবীর করুণতম কান্না।
এই সৌন্দর্যের নেশায় তিনি নাকি প্রতি পূর্ণিমার রাতে
কবরস্থানে বসে সেই রূপালী আলোতে ভিজতে থাকেন,
আর কবরের মৃত মানুষদের জন্য কাঁদেন সূর্য ওঠার আগ পর্যন্ত।
হে আমার স্বজনগণ,
আপনাদের কাছে আমার বিনীত ‌অনুরোধ,
যদি আমি অমাবশ্যায় মরি
তবে লাশটা কিছুদিন মর্গে রেখে দিবেন।
যেদিন পূর্ণিমার চাঁদের ভরা যৌবনের পাগলামী কান্না শুরু হবে
সেদিন আমার কফিনের ঢাকনাটা সারারাত খোলা রাখবেন দয়া করে।
আরেকটু ধৈর্য্য ধরে আমার মরা শরীরে
সেই চাঁদের কান্নার আলো মাখতে দিবেন সারারাত,
তারপর সকাল সকাল কবরের মাটিতে আমাকে ঢেকে দিবেন।
হয়তো এরপর থেকে
আমার একজন বন্ধুরও জোৎস্না সহ্য হবে না আর কোনদিন।
———————————
র শি দ হা রু ন
২১/১২/২০২১

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫০

মেহেদি_হাসান. বলেছেন: আমিও জোছনা প্রিয় মানুষ

২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শেষের লাইনগুলো বারবার পড়লাম ।
ভয়ঙ্কর প্রতিশোধ ।
ভালো লিখেছেন ।

২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.